প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১২:৪৩ পিএম
বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন দিশা পাটানি। নিজের গ্ল্যামার, মেধা ও পরিশ্রম দিয়ে তিনি এখন বি-টাউনের প্রতিষ্ঠিত একজন। তবে আজকের এই স্থানে পৌঁছানো মোটেও সহজ ছিল না দিশার জন্য, যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
জানিয়েছেন ক্যারিয়ার শুরুতে তাকে তার প্রথম চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও হাল ছাড়েননি এবং করে গেছেন পরিশ্রম। দিশা পাটানি মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। তারপর তামিল নায়ক বরুণ তেজের বিপরীতে তেলুগু সিনেমা ‘লোফার’ দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা টাইগার শ্রফের সঙ্গে মিউজিক ভিডিও এবং সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে। দিশা পাটানি সম্প্রতি তার ক্যারিয়ারের শুরু নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আজকের এই অবস্থানে পৌঁছাতে মোটেও আমার জন্য সহজ ছিল না।
ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে একটি চলচ্চিত্র শুরু হওয়ার কথা ছিল, যা ছিল আমার চুক্তি হওয়া প্রথম সিনেমা। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা আমাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি।’ এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন, যা নিয়ে তিনি আরও বলেন, ‘তারা আমাকে বাদ দেওয়ার পর আমি কিছুটা ব্যথিত হই, তবে ভেঙে পড়িনি। এরপর মানসিক শক্তি আরও বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি।’
এরপর নিজের ঘর ছাড়ার গল্প এবং আর্থিক অসচ্ছলতা নিয়ে দিশা আরও বলেন, ‘মুম্বাইতে আমি একা ছিলাম, নিজের অর্থ উপার্জন করতাম এবং পরিবারের কারও কাছে অর্থ চাইনি। মুম্বাইয়ে মাত্র ৫০০ টাকা নিয়ে এসেছিলাম এবং একটা সময় আমার অর্থও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছি, বিশেষ করে টিভিসিতে, কারণ একটা চাপ ছিল যে, এ মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারব না। কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। সেই পরিশ্রমই আজ আমাকে এ স্থানে নিয়ে এসেছে।’ অভিনয় ছাড়াও দিশা পাটানি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার। এ ছাড়া এরই মধ্যে তিনি বলিউডের বড় বড় প্রজেক্টে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।