× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেকআপ আর্টিস্ট সেলিম আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৪৩ পিএম

মেকআপ আর্টিস্ট সেলিম আর নেই

বর্ষীয়ান চলচ্চিত্র মেকআপ শিল্পী সেলিম মারা গেছেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। সোমবার (১৬ জুন) রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট জাবেদ মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মারা যাওয়ার কারণটা চিকিৎসকেরা ভালো বলতে পারবেন। তবে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তাকে ভর্তি করা হয়।’

তিনি জানান, সেলিমের বাসা ঢাকার গোলাপবাগে। আজ বাদ আসর তাকে গোপীবাগে সমাহিত করা হবে।

ষাটোর্ধ্ব সেলিম মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।

প্রসঙ্গত, এ শিল্পী চলচ্চিত্রপাড়ায় 'ভাতিজা সেলিম' নামে পরিচিত ছিলেন। আশি ও নব্বই দশকের অসংখ্য সিনেমায় তিনি কাজ করেছেন। প্রয়াত পরিচালক দীলিপ বিশ্বাসের বেশিরভাগ সিনেমার মেকআপ আর্টিস্ট ছিলেন সেলিম। প্রয়াত আহমেদ সাত্তারের চলচ্চিত্রেও তিনি নিয়মিত কাজ করতেন। সবশেষ তিনি দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এ যুক্ত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা