× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্টের দোসর শিরিন শিলা, বাদ বিটিভির অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১৭:১৬ পিএম

ফ্যাসিস্টের দোসর শিরিন শিলা, বাদ বিটিভির অনুষ্ঠান

‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-গত বছরের জুলাই মাসে সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা।

এমন স্ট্যাটাসে সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা। শিলার এই স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। করেন কড়া প্রতিবাদ। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছিলেন। এরপর নেটিজেনদের তোপের মুখে পড়ে একই দিন বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা।

এরপর গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূস। তবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আজও ক্ষমা চাননি শিরিন শিলা। বরং বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী শিরিন শিলা!

এমনকি ঈদের বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানে একটি পর্বে অতিথি হয়েছিলেন। শিরিন শিলা বিটিভির অনুষ্ঠানের অতিথি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল চর্চা হয়। প্রশ্ন উঠেছিল, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা?

এমন সমালোচনা নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা থাকলেও শিরিন শিলা থাকায় সমালোচনা এড়াতে তা বাতিল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির গ্রন্থণার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল।

তিনি বলেন, ‘জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন।

যোগ করে তিনি বলেন, ‘রেকর্ডিং-এর পর দেখেছি খুবই দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল। কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে।

শিরিন শিলা হচ্ছেন সেই সুবিধাভোগী সংস্কৃতিকর্মীদের একজন, যারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বছরের পর বছর নিজেদের অবস্থান মজবুত করেছেন। মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদে দেখা গেছে।

 এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনায় চর্চায় থাকেন এই নায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা