× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৪:৪৭ পিএম

ছয় সিনেমা: ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার : কর্মফল’ ও ‘নীলচক্র’

ছয় সিনেমা: ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার : কর্মফল’ ও ‘নীলচক্র’

ঈদুল আজহা ঘিরে ঢালিউডে চলছে প্রবল প্রস্তুতি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও প্রযোজকরা- কেউ পোস্ট- প্রডাকশনের কাজে, কেউবা প্রচারণায়। প্রথমে শোনা গিয়েছিল ঈদে ১০টি সিনেমা মুক্তি পাবে, তবে শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে ‘নাদান’, ‘সর্দারবাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’। বর্তমানে মুক্তির প্রতিযোগিতায় টিকে আছে ছয়টি সিনেমা: ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার : কর্মফল’ ও ‘নীলচক্র’। 

‘তাণ্ডব’ শুরু থেকেই আলোচনায় রয়েছে, বিশেষ করে শাকিব খানের লুক প্রকাশের পর। সিনেমাটিতে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূরও। সম্প্রতি মুক্তি পাওয়া ‘লিচুর বাগানে’ শিরোনামের গানটিও সাড়া ফেলেছে অনলাইনে। পরিচালক রায়হান রাফী বিদেশে অবস্থান করায় সার্টিফিকেশন সম্পর্কে কোনো মন্তব্য দেননি, তবে প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ‘সিনেমাটি ঈদের দিন থেকে দেশের সব প্রেক্ষাগৃহে চলবে- আমরা সে প্রস্তুতিতেই আছি।’ রায়হান রাফী পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার অবমুক্ত করা হয়েছে সম্প্রতি। সিনেমায় শাকিব খানের নায়িকা নাটকের অভিনেত্রী সাবিলা নূর। এটি এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। এতে গুরুত্বপূর্ণ আরও একটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।

অন্যদিকে একেবারে শেষ সময়ে এসে ঈদের মুক্তির তালিকায় নাম লিখিয়েছে ‘উৎসব’। পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রচারণা চলছে জোরেশোরে। জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম ও ইন্তেখাব দিনারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বহুদিন পর। তানিম নূরের পরিচালনায় নির্মিত এ ছবিটি এরই মধ্যে সেন্সরের অনুমোদন পেয়েছে। দর্শকদের উদ্দেশে সিনেমার নির্মাতারা একটি সতর্কবার্তাও দিয়েছেন- ‘পরিবার ছাড়া দেখা নিষেধ।’ এই স্লোগানটিই ইঙ্গিত দিচ্ছে, এটি একটি খাঁটি পারিবারিক ঘরানার চলচ্চিত্র; যা শুধু বিনোদন নয়, বরং পরিবারের প্রতিটি সদস্যকে একত্রে বসে দেখার মতো এক মানবিক, আবেগঘন অভিজ্ঞতা। দেশসেরা অভিনয়শিল্পীদের একসঙ্গে পর্দায় ফেরানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতা তানিম নূর, যিনি নিজেই সিনেমাটির মূল ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান ডোপ প্রোডাকশন্স এবং সহ-প্রযোজনায় রয়েছে ওটিটি প্লাটফর্ম চরকি। ‘উৎসব’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণÑ এর অসাধারণ তারকাবহর। এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন এমন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী, যারা প্রত্যেকেই বাংলাদেশের অভিনয়জগতের শীর্ষ আসনে অধিষ্ঠিত।

অ্যাকশনধর্মী ‘ইনসাফ’ নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের অভিনয়ে ভিন্নমাত্রার অ্যাকশন উপস্থাপন করবেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। সিনেমাটি সোমবার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। ঈদ উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’-এর টিজার প্রকাশিত হয়েছে গত সোমবার রাতে। নির্মাতারা এটিকে বলছেন ‘অফিসিয়াল ওয়ার্নিং’, যেন দর্শকদের জন্য এক প্রাথমিক সংকেত। এই টিজারেই ধরা দিয়েছে এক অন্য রকম ফারিণÑ তিনি এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মিশনে যাচ্ছেন ভয়ংকর এক সন্ত্রাসীকে ধরতে। সেই সন্ত্রাসী কি তবে শরীফুল রাজ? টিজারে রাজকে দেখা গেছে এক ত্রাস সৃষ্টিকারী চরিত্রে। গত ঈদুল ফিতরে তাকে দেখা গিয়েছিল ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’- এই তিন সিনেমায়। এরপর থেকেই তিনি ছিলেন বেশ নীরব। এবার ফিরে এলেন একেবারে বিপরীত এক চরিত্রে, যেখানে রোমান্সের চেয়ে সন্ত্রাসই বড় পরিচয়। টিজারের একেবারে শেষ দৃশ্যে চমকে দিয়েছেন মোশাররফ করিম। তার চরিত্রটিকে ঘিরে রাখা হয়েছে ধোঁয়াশায়, তবে যে ভঙ্গিতে তিনি হাজির হয়েছেন, তাতে স্পষ্ট- তিনি বড় কিছু করে ফেলবেন। ১ মিনিট ২২ সেকেন্ডের এই টিজার ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ফেসবুক পোস্টে দেখা গেছে উত্তেজনা ও প্রশংসার জোয়ার। কেউ লিখেছেন, ‘এ তো আগুন টিজার!’ কেউবা ফারিণকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য নির্মাতাকে জানাচ্ছেন কৃতজ্ঞতা।

আদর আজাদ ও পূজা চেরীর রসায়ন নিয়ে আসছে ‘টগর’, যেটি পরিচালনা করেছেন আলোক হাসান। গান ও টিজার দিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে সিনেমাটি। আলোক হাসানের পরিচালনায় এতে পূজা জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি। গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। 

‘এশা মার্ডার : কর্মফল’ নিয়ে ছিল নানা জটিলতা। গত বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার সব কাজ শেষ করে সিনেমাটি ঈদেই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক সানী সানোয়ার। ইতোমধ্যে এটি সেন্সরে জমা পড়েছে। সিনেমার টিজার দেখে বোঝা যায়, একটি জেলার তিনটি নারকীয় হত্যাকাণ্ড ঘিরে আবর্তিত হচ্ছে গল্প। ভিন্ন ভিন্ন সময় নয়, একই দিনে- ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের পরদিন- খুন ও ধর্ষণের শিকার হয় তিন তরুণী : অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত। কে এই পৈশাচিক খুনি? ধর্ষকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই অপরাধী কে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে নেমে পড়ে পুলিশ কর্মকর্তা লিনা। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই থ্রিলারধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ার, যার কাজ বরাবরই দর্শকের মধ্যে বাস্তববাদী গল্প ও টানটান উত্তেজনা তৈরিতে সমাদৃত। লিনার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, যার জন্য এটি ক্যারিয়ারের প্রথম পুলিশ চরিত্র। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে বাঁধন বাস্তব জীবনের নারী পুলিশদের সঙ্গে কথা বলেছেন, তাদের আচরণ, মনোভাব ও দায়িত্ব পালনের ভঙ্গি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন।

সবশেষে রয়েছে ‘নীলচক্র’, যার সার্টিফিকেশন সনদ মিলেছে গত ফেব্রুয়ারিতেই। আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত সিনেমাটির গান ও পোস্টার ইতোমধ্যেই অনলাইন দর্শকদের দৃষ্টি কাড়ছে। 

পরিচালক মিঠু খান জানান, ঈদে এটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাবে, পরে অন্যান্য হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ‘এখন একটি ট্রেন্ড হয়ে গেছে- সিনেমা শেষ মুহূর্তে জমা দেওয়া হয়। এতে আমাদের ওপর চাপ পড়ে। সময়মতো জমা পড়লে সবার জন্যই ভালো হতো।’ সর্বশেষ তথ্যমতে, ঈদের সব সিনেমা সার্টিফিকেশন সনদ পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা