প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৪:১১ পিএম
ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেল দুটি সিনেমা।
ঈদে এক ডজন নির্মাতা তাদের সিনেমা মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন। তবে ঈদের সাত দিন বাকি থাকতে মুক্তির মিছিল থেকে সরে গেল দুটি সিনেমা।
এগুলো হলো ফরহাদ হোসেনের ‘নাদান’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’। ২১ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয় শিরোনাম সিনেমার। তবে কিছু অংশের শুটিং বাকি থাকায় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বাতিল করা করা হয়েছে বলে এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিরব। নিরব বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইছি না। সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসতে চাই। কারণ শিরোনামের গল্পটা খুব শক্তিশালী।’অন্যদিকে কারিগরি ঝামেলার কারণে ঈদে মুক্তি দেওয়া যাচ্ছে না নাদান। বিষয়টি নিশ্চিত করে সিনেমার অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে এই ঈদে আসছে না নাদান। যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাব।’