প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৪:০৮ পিএম
সোনাক্ষী সিনহার প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার নিকিতা রায়
নিশ্চিত মুক্তির তারিখে যখন প্রেক্ষাগৃহে আসার কথা ছিল সোনাক্ষী সিনহার বহু প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার নিকিতা রায়, ঠিক তখনই এলো এক চমকে দেওয়া ঘোষণা- ছবির মুক্তি পিছিয়ে গেছে। ঠিক যেদিন দর্শকরা সিনেমা হলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই দিনেই সোনাক্ষী নিজেই জানালেন নতুন মুক্তির তারিখ- ২০২৫ সালের ২৭ জুন।
সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী লেখেন, ‘নতুন দিন, নতুন উত্তেজনা! ক্যালেন্ডারে টুকে রাখুন ২০২৫ সালের ২৭ জুন। সেদিন পর্দা উঠবে নিকিতা রায়ের রহস্যের। অপেক্ষার পালা আর কিছুটা বাড়ল, তবে প্রতীক্ষার ফল যে বিস্ফোরক হতে চলেছে, তা বলাই বাহুল্য।’ কিন্তু এই তারিখ বদলের কারণ নিয়ে প্রযোজক বা নির্মাতারা একেবারে চুপ। কোনো ব্যাখ্যা না মেলায় ভক্তদের মধ্যে জল্পনা আরও বেড়েছে। ছবির কনটেন্ট যতটা রহস্যময়, মুক্তির পেছনের পরিস্থিতিও যেন ঠিক ততটাই ধোঁয়াশায় মোড়া।
এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে সোনাক্ষীর ভাই কুশ সিনহার। প্রথম ছবিতেই তিনি বেছে নিয়েছেন মনস্তাত্ত্বিক রহস্যঘেরা একটি গল্প, যা দর্শককে ভাবনার জগতে নিয়ে যাবে। ছবিতে সোনাক্ষীর সঙ্গে আছেন বলিউডের দাপুটে অভিনেতারা- অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও সুহেল নায়্যর।
লন্ডনে একটানা ৩৫ দিনের টানটান শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ছবির কাজ। সেই অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেন, ‘এই প্রজেক্টটা আমার হৃদয়ের খুব কাছের। ভাইয়ের প্রথম পরিচালনার ছবিতে কাজ করতে পারাটা দারুণ সম্মানের ছিল। সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। বিশেষ করে পরেশ জি-র সঙ্গে কাজটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।’
এই মুহূর্তে নিকিতা রায় ছাড়াও সোনাক্ষী ব্যস্ত রয়েছেন তার টলিউড ডেবিউ জটাধারা নিয়ে, যা একটি ফ্যান্টাসি থ্রিলার ঘরানার ছবি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সুধীর বাবু। ছবিটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিল্পা শিরোদকর, রেইন অঞ্জলি, দিব্যা বিজ প্রমুখ। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে পারে জটাধারা।
অর্থাৎ, সোনাক্ষী সিনহার জন্য আগামী বছর হতে চলেছে রহস্য আর রোমাঞ্চে ভরপুরÑ দুই ইন্ডাস্ট্রিতেই একাধিক বড় প্রজেক্ট নিয়ে ধরা দিচ্ছেন তিনি একেবারে নতুন আলোয়।