× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টগরের এক ঝলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৪:০৫ পিএম

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনীত ‘টগর’ সিনেমা

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনীত ‘টগর’ সিনেমা

ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘টগর’ নামের একটি সিনেমা। বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

আলোক হাসানের পরিচালনায় এতে পূজা জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি। গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে রয়েছে দেশীয় উৎসবের আমেজ। গানটির সুর ও গায়কীর সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী। 

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। দর্শকের পাশাপাশি আমিও এটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। শুটিং থেকে শুরু করে এখন পর্যন্ত (প্রচার-প্রচারণা) খুব আনন্দ নিয়ে আমরা কাজ করছি। সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছি, এটাতেই আমাদের ভালো লাগা। আশা করি দর্শক নিরাশ হবেন না।’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে সম্প্রতি। মাত্র এক মিনিটের এই ঝলকেই ধরা দিয়েছে প্রেম, সম্পর্কের জটিলতা, শ্রেণিবিভাজনের তীব্র বাস্তবতা, রাজনৈতিক সংঘাত ও প্রতিশোধের রূপরেখা, যা ইঙ্গিত দেয় একটি বহুমাত্রিক আমেজে তৈরি সিনেমার।

টিজারের শুরুতেই আদর আজাদের কণ্ঠে উচ্চারিত সংলাপ, ‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’Ñ দর্শকের আবেগে গভীর নাড়া দিয়ে যায়। এই সংলাপ থেকেই স্পষ্ট, ‘টগর’ কেবল একজন নায়কের একক লড়াই নয় বরং এটি একটি সমষ্টিগত গল্প। এতে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন মুগ্ধ করে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর উপস্থিতিও বিশেষ গুরুত্বের দাবি রাখে। সংক্ষিপ্ত ঝলকেই তারা জানান দেয়, গল্পে রয়েছে আবেগ, দ্বন্দ্ব ও বিস্তৃত এক মানবিক পরিসর।

টিজারে দেখা গেছে আরেকটি সংলাপ, ‘আচ্ছা টগর, আমগো বাপ না নাই ক্যান?’ এই সংলাপটি গভীর এক সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরার বার্তা দেয়। ছবিটি প্রযোজনা করেছেন রণক ইকরাম এবং পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা ‘টগর’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা