প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১৪:৪০ পিএম
শারমিন রমা
শারমিন রমা- একাধারে একজন সংগীতশিল্পী এবং একজন সাংবাদিক। দুই জায়গাতেই সফল এই তারকা সম্প্রতি ভূষিত হলেন দুই সম্মানজনক পুরষ্কারে। আর সেই দুটি হলো গণমাধ্যমে অবদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড ও ২০২৩ সালে প্রকাশিত তার একক গান 'উরু উরু মন' এর জন্য শ্রেষ্ঠ শিল্পী হিসেবে - 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪'।
নিজের এই অর্জন সম্পর্কে রমা বলেন, একই সঙ্গে সাংবাদিকতা ও সঙ্গীতের মতো দু’টি কঠিন জগতে তাল মিলিয়ে চলাটা কঠিন। কিন্তু এই দুই জায়গাই আমার ভালোবাসার। এই দুই ক্ষেত্রেই আমি আমার নীতিগত জায়গা থেকে সর্বোচ্চ ভালোটুকু দেবার চেষ্টা করেছি। আমার এই দুই অর্জনের ভাগিদার আমি একা নই। আমার সাংবাদিকতার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত আমার পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন ও আমার গানের সকল সম্মানিত শ্রোতা এবং আমার গানগুলোর গীতিকার, সুরকারসহ সংগীতের সকল গুরু ,সহকর্মী - সবাই এই অর্জনের ভাগীদার। সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।'
বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছেন রমা। তার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো বাংলাদেশ ট্রেন্ডিং ও বিবিসি প্রবাহ নিয়মিতভাবে চ্যানেল আই’তে প্রচার হচ্ছে। সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত জগতেও সমান্তরালভাবে বিচরণ রমার। রমার রয়েছে দু’টি একক অ্যালবামসহ আরও কিছু মিক্সড অ্যালবাম। তার একক অ্যালবাম 'স্বপ্নের দিগন্ত ছুয়ে' (২০০৬) ও 'স্বপ্নযাত্রা' (২০০৯), যার সুর-সঙ্গীত রচয়িতাদের মধ্যে রয়েছেন আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, এস, আই, টুটুল ও বাপ্পা মজুমদারের মতো শিল্পীরা। রমার ‘স্বপ্নযাত্রা’ গানটি শ্রোতাদের কাছে দারুণ সমাদৃত হয়েছিল। প্লেব্যাকেও পিছিয়ে নেই তিনি। এরমধ্যে ৫০টির মতো সিনেমায় গান গেয়েছেন রমা।
পেশাগত সাফল্যের বাইরে, রমার ব্যক্তিজীবনও সঙ্গীতের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তিনি বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড 'মাইলস' এর সদস্য, সঙ্গীত পরিচালক ও কীবোর্ড বাদক মানাম আহমেদের স্ত্রী।