× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান ‘নিবেদন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১৫:৩২ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ১৪:৫১ পিএম

দর্শকের প্রশংসায় বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান ‘নিবেদন’

নানা সঙ্কট ও সম্ভাবনাকে সঙ্গী করেই মানসম্মত ও দর্শক-চাহিদা উপযোগী অনুষ্ঠান নির্মাণ করে সামনের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম এর কার্যক্রম।

সম্প্রতি বিটিভি চট্টগ্রাম নির্মিত  অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নিবেদন’ ব্যাপক প্রশংসা পেয়েছে।অনুষ্ঠানটিতে স্থান পেয়েছে ফেনী জেলার  ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনার নেপথ্যের কারিগরদের অবদান সহ এ জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য। 

জসিম উদ্দিন নামের এক দর্শক জানান, একটি জেলার গুরুত্ব ফুটিয়ে তোলা অনেক কঠিন কাজ। আর এ কাজটি চমৎকারভাবে এ অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে।

সংস্কৃতি কর্মী সামিরা মাশরুহা বলেন, ‘আমরা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর কাছে আশা করবো এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে প্রচার করা হোক। একটি অঞ্চলের কৃষ্টি -কালচার তুলে ধরতে যে প্রয়াস সেটি করেছেন অনুষ্ঠানটির কলাকুশলীরা।’

এ বিষয়ে অনুষ্ঠানটির প্রযোজক মো. মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, বিটিভির মহাব্যবস্হাপক এর নির্দেশনাক্রমে এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোঃ ঈমাম হোসাইন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক মো. ঈমাম হোসাইন ও  আমাদের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের প্রত্যেকটি জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক এই ‘নিবেদন’ অনুষ্ঠানটির মাধ্যমে তুলে ধরা হবে।

আশা করব, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এর এই প্রচেষ্টা যেন সফল ও সুন্দর হয়।

জানা যায়, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন  এর একটি জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে দেশের বেশিরভাগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। নানা সীমাবদ্ধতায় বেশকিছু দিন এই অনুষ্ঠানটি বন্ধ ছিল।  বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন দায়িত্ব নেওয়ার পর  সার্বিক তত্ত্বাবধানে আবার শুরু করেছেন তিনি।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন তাহনিয়া ইয়াসমিন ও নেপথ্যে কন্ঠ প্রদান করেন আশিক আরেফিন। 

বিগত ৬ ও ৭ মে চট্টগ্রাম টেলিভিশন এর একটি ধারকদল দুইদিন ফেনী জেলায় অবস্থান করে বিভিন্ন স্থানে জেলার সকল স্তরের শিল্পী ও স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানটি ধারণ করেন।পরবর্তীতে এর সম্পাদনা শেষ করে একটি পর্ব ১৯ মে রাত ১০টা ২০ মিনিটে প্রথম প্রচার করে এবং সর্বস্তরের দর্শকদের সুনাম কুড়ায়। এরই মধ্যে অনুষ্ঠানটি মানসম্পন্ন হওয়ায় কয়েকবার পুন:প্রচার করা হয়। এছাড়া নিবেদন এর দ্বিতীয় পর্বটি প্রচার করা হবে আগামী ২ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা