প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১২:০৮ পিএম
তানজিন তিশা
ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশা এখন আর আগের মতো প্রতিটি প্রস্তাবেই সায় দেন না। সময়ের সঙ্গে সঙ্গে তার পছন্দের ধরনে এসেছে পরিণত ভাবনা। অভিনয়ের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এখন কাজ বেছে বেছে করেন। বলেন, ‘সংখ্যা নয়, মানের দিকেই আমার মনোযোগ।’
সম্প্রতি ঈদুল আজহার জন্য ব্যস্ত সময় পার করছেন তিশা। তবে অন্যান্য অভিনেত্রীর মতো ১০-১৫টি নাটক নয়, তার পরিকল্পনায় রয়েছে মাত্র দুই থেকে তিনটি নাটক। কেন এত কম? প্রশ্নের উত্তরে তিশা বলেন, ‘আমি চাই এমন কাজ করব, যা দর্শকের মনে দাগ কাটবে। প্রজেক্টে চুক্তির আগে আমি খুঁটিয়ে দেখি- কে পরিচালনা করছেন, গল্প কতটা ইউনিক, সহশিল্পীরা কারা। সবকিছু সঠিক হলে তবেই কাজ করি। এতে করে আমিও তৃপ্তি পাই, দর্শকও পায় মানসম্পন্ন কনটেন্ট।’ তিনি জানান, এবার ঈদুল ফিতরের মতোই সীমিত সংখ্যক নাটক প্রচার হবে তার। তবে গল্প ও নির্মাণে থাকবে বৈচিত্র্য। ‘আমি বিশ্বাস করি, ভালো কনটেন্ট সব সময়ই আলোচনায় আসে। এই দুই-তিনটি নাটকের গল্প এতটাই চমকপ্রদ যে দর্শকের মনে জায়গা করে নেবে বলেই আশা করছি,’ বলেন তিশা। শুধু নাটকেই নয়, ওটিটিতেও সমান ব্যস্ত তিনি। তার সর্বশেষ কাজ ‘ঘুমপরী’ ওয়েবফিল্মে প্রশংসিত হয় সর্বত্র। যেখানে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিতম হাসান।
জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত এই ওয়েবফিল্মে অভিনয়ের জন্য তিনি সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ডে ‘সেরা ওটিটি অভিনেত্রী’ হিসেবে পুরস্কৃত হন। এই অর্জন প্রসঙ্গে তিশা বলেন, ‘ওটিটি প্লাটফর্ম আমাকে নিজেকে ভাঙার এবং নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। ভবিষ্যতেও এই মাধ্যম নিয়ে বড় পরিকল্পনা রয়েছে।’ সব মিলিয়ে তানজিন তিশা এখন এক নতুন ভাবনায় পথ চলছেনÑ সংখ্যায় নয়, মানে বিশ্বাসী তিনি।