× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল কনসার্ট : গাইবে দেশের ১০ ব্যান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১২:০১ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ১২:০২ পিএম

কনসার্টের পোষ্টার

কনসার্টের পোষ্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান সব সময় আন্দোলন ও সংগ্রামে উদ্দীপনা জুগিয়েছে। সম্প্রতি দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নজরুলের গান-কবিতায় প্রেরণা দিয়েছে আন্দোলনকারীদের। এবার বিদ্রোহী কবির উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আগামী ৩০ মে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এ কনসার্টে দেশের ১০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। অ্যালবামটিতে অংশ নেবে- ‘সোলস’, ‘দলছুট’, ‘ওয়ারফেজ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘এমএনবি’, ‘রেবেল’, ‘ব্ল্যাক’, ‘এফ মাইনর’ ও ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ড। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে আয়োজিত কনসার্টটি সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবে।

এ প্রসঙ্গে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এজেন্ডায় এই অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্ব সহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, নজরুলের গান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। ৩০ মে অ্যালবামটি প্রকাশ পাবে, সে উপলক্ষেই এ কনসার্ট।’

অ্যালবামটিতে কাজী নজরুল ইসলামের ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট, ‘এই শিকল-পরা ছল্’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানগুলো স্থান পাচ্ছে। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের প্লাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।

লতিফুল ইসলাম বলেন, ‘অ্যালবামটি করার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে এসব গান যদি কোনো ব্যান্ড কাভার করতে চায়, তাহলে গানগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। কারণ প্রতিটি গান সঠিকভাবে করা হচ্ছে। বাণী থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা ঠিক করে দিয়েছি। পুরো প্রকল্পের মেন্টর হিসেবে আছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।’ কবি নজরুল ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৩০ মে কনসার্টের উদ্বোধন করবেন। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা