প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১২:০৩ পিএম
অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল
কয়েক বছর আগে অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল ও অভিনেতা শরিফুল রাজের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
এরপর থেকেই রাজ-পরীর সংসার ভাঙনের গুঞ্জন জোরালো হয়। এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুনেহরা।তিনি বলেন, ‘আমি বিনোদন জগতে কাজ করি, মিডিয়ায় আমার অনেক বন্ধু আছে। সবাই পরিচিত। স্বাভাবিকভাবেই এ ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই ঘটে এবং দর্শক অনেক কিছু ভাবেন। তবে আমি এসব ভালোমন্দ বলে দেখি না।’
সুনেহরা আরও বলেন, ‘আমার কো-আর্টিস্ট, মডেলিংয়ের বন্ধু- সবাই এখনও আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখে। তারা মাঝেমধ্যে আমাকে ফোন দেয়, দেখা করতে চায়। আমি সব সময় চেষ্টা করি যোগাযোগ ধরে রাখার। আমি আমার বন্ধুদের খুবই অ্যাপ্রিশিয়েট করি এবং তাদের থেকেই ইন্সপায়ার্ড হই।’