৭৮তম কান চলচ্চিত্র উৎসব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১১:৫৯ এএম
শুরু হলো ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ৯টি সিনেমা। এবারের কানে আছে বাংলাদেশও, স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীবের ‘আলী’।
কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ৬টির পরিচালক নারী। এর চেয়ে বড় চমক, ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা। কার হাতে শেষ পর্যন্ত পুরস্কার উঠবে, সেটা বোঝা যাবে ২৪ মে, উৎসবের সমাপনী দিনে।
‘আলী’ নিয়ে থাকবেন আদনান
উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’। ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’ ছবিতে অভিনয় করেছেন আল আমিন। যিনি গান করেন এবং ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। এ ছাড়া আছেন ইন্দ্রানী সোমা।
জোহানসনের ডাবল
কান উৎসব অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনেÑ দুই ভূমিকাতেই পাওয়া যাবে তাকে। ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা দ্য ফিন্যান্সিয়াল স্কিম জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। বেনিসিও দেল তোরো, টম হ্যাংকসের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অন্যদিকে পরিচালক হিসেবে অভিনেত্রীর প্রথম সিনেমা এলেনর দ্য গ্রেটও জায়গা পেয়েছে উৎসবে। সিনেমাটি লড়বে আঁ সার্তে রিগা বিভাগে।
কারা থাকবেন বিচারক
ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে আছেন আটজন। সবচেয়ে বড় চমক পায়েল কাপাডিয়া। গত বছর এই ভারতীয় নির্মাতার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রাঁ প্রি জিতেছিল। এ ছাড়া আছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। আরও আছেন দক্ষিণ কোরীয় নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং।
নতুন করে ‘অরণ্যের দিনরাত্রি’ ও ‘দ্য গোল্ড রাশ’
সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল। সিনেমাটির ফোর-কে সংস্করণ এবার দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে। ছবির নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট। প্রদর্শনী উপলক্ষে কানে আমন্ত্রণ পেয়েছেন ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গাড়োয়াল, প্রযোজক পূর্ণিমা দত্তসহ সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। শর্মিলা কানে যাওয়ার কথা নিশ্চিত করলেও অসুস্থতার কারণে থাকতে পারবেন না সিমি। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল।
মুক্তির শতবর্ষ উপলক্ষে কানে প্রথম দিনেই প্রদর্শিত হয়েছে চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ। সিনেমার কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন চ্যাপলিন। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক সিনেমাটির এ বছর শতবর্ষ পূর্তি হচ্ছে। ১০০ বছর উপলক্ষে সিনেমাটিকে নতুনভাবে ফিরিয়ে এনেছে এমকে ২ ফিল্মস। ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। প্রেক্ষাগৃহে মুক্তির আগে এবারের কান ক্ল্যাসিকস বিভাগের সেরা আকর্ষণ হিসেবে উৎসবের শুরুর দিনে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে সিনেমাটির ফোর-কে সংস্করণ।
আমেলি বোনাঁর অন্যরকম উত্থান
২০২৩ সালে একই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সিজার পুরস্কার করেছিলেন আমেলি বোনাঁ। এবার তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র Partir un jour নিয়ে হাজির হয়েছেন কান উৎসবের উদ্বোধনী মঞ্চে। ওয়েস অ্যান্ডারসন, জাফর পানাহি, কেলি রেইকার্ড, জোয়াকিম ত্রিয়ার, জুলিয়া দুকুর্নো, দার্দেনের মতো বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে প্রতিযোগিতায় থাকা ২২টি ছবির পাশে এক নতুন নামই হচ্ছে আমেলি বোনাঁ এবং তারই ছবি দিয়ে শুরু হলো উৎসব। যদিও এটি প্রতিযোগিতার বাইরের একটি পার্ট। প্রতিযোগিতার বাইরের হলেও এর গুরুত্ব কম নয়।
সাধারণত কান উৎসবের উদ্বোধনী ছবি হয়ে থাকে বড় বাজেটের, তারকাসমৃদ্ধ, জনপ্রিয় কোনো চলচ্চিত্র। কিন্তু এবার সেই ধারা ভেঙে এক নবীন, অপরিচিত পরিচালকের প্রথম ছবি দিয়েই যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসব।
উদ্বোধনী আসরে সম্মানজনক পাম ডি'অর পুরস্কার প্রদান করা হয়েছে অভিনেতা রবার্ট ডি নিরোকে। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির ছিলেন তিনি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।