প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫ ১৮:২০ পিএম
ছবি : সংগৃহীত
এপ্রিলের শেষ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে একাধিক আলোচিত সিনেমা ও সিরিজ। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জি ফাইভসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নতুন কনটেন্টগুলো দর্শকের মন জয় করছে।
চলুন দেখে নেওয়া যাক কোন কোন নতুন রিলিজ এখন স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে।
নেটফ্লিক্সে নতুন রিলিজ
জুয়েল থিফ : দ্য হাইস্ট বিগিনস : সাইফ আলি খান অভিনীত এ অ্যাকশন থ্রিলারে দেখা যাচ্ছে এক উচ্চাভিলাষী চোরের গল্প, যাকে নিয়োগ করা হয় রহস্যময় ও মূল্যবান হীরা ‘আফ্রিকান রেড সান’ চুরির জন্য। পরিচালনা করেছেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল। অভিনয়ে আরও রয়েছেন জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত, কুনাল কাপুর। মুক্তি পেয়েছে ২৫ এপ্রিল।
উইক হিরো ক্লাস ২ : কোরিয়ান স্কুল ড্রামা ঘরানার এ সিরিজে দেখা যায় ইয়ন সি-ইউন নামের এক ছাত্রের গল্প, যে নতুন স্কুলে ভর্তি হয়ে সহপাঠীদের হাতে হয়রানির শিকার হয়। বন্ধুত্ব, মানসিক শক্তি এবং সাহসী প্রতিবাদের গল্প নিয়ে সিরিজটি মুক্তি পেয়েছে ২৫ এপ্রিল।
তারুণম : রোমান্টিক থ্রিলার ঘরানার এ তামিল সিনেমায় দেখা যায় সিআরপিএফ অফিসার অর্জুন ও মানসিকভাবে বিপর্যস্ত মীরার গল্প। পরিচালনা করেছেন অরবিন্দ শ্রীনিবাসন। অভিনয়ে কিশেন দাস, স্মৃতি ভেঙ্কট। মুক্তি পেয়েছে ২৫ এপ্রিল।
ম্যাড স্কয়ার : তেলুগু কমেডি-ক্রাইম ঘরানার এ সিনেমায় একদল বন্ধুর গল্প দেখা যায়, যারা একটি বিয়েতে একত্র হয় এবং একটি চুরির মামলায় জড়িয়ে পড়ে। পরিচালনা করেছেন কল্যাণ শঙ্কর। অভিনয়ে রাম নীতীন, প্রিয়াঙ্কা জাওয়ালকার। মুক্তি পেয়েছে ২৫ এপ্রিল।
অ্যামাজন প্রাইম ভিডিওতে নতুন রিলিজ
ভিরা ধীরা সুরান : তামিল অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমায় দেখা যায় এক সাধারণ মুদি দোকানদার কালীর গল্প, যার শান্তিপূর্ণ জীবনে অতীতের এক অধ্যায় আবারও ফিরে আসে। পরিচালনা করেছেন এস ইউ অরুণ কুমার। অভিনয়ে বিক্রম, এস জে সূর্যাহ। মুক্তি পেয়েছে ২৪ এপ্রিল।
সুপারবয়েজ অব মালেগাঁও : ছোট শহর মালেগাঁওয়ের পটভূমিতে নির্মিত এ কমেডি-ড্রামা সিনেমায় দেখা যায় এক তরুণ চলচ্চিত্রপ্রেমী ও তার বন্ধুদের গল্প, যারা নিজেদের শহরের জন্য একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নেয়। পরিচালনা করেছেন রীমা কাগতি। অভিনয়ে আদর্শ গৌরব, বিনীত কুমার সিং।
জি ফাইভে নতুন রিলিজ
আয়্যানা মানে : কন্নড় থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজে দেখা যায় নববিবাহিত যাজির গল্প, যে বুঝতে পারে তার পরিবারে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটছে এবং এর সঙ্গে জড়িত একটি প্রাচীন কুন্ডাইয়া মূর্তি। পরিচালনা করেছেন রমেশ ইন্দিরা। অভিনয়ে কুশি রবি, রমেশ ইন্দিরা।
অন্যান্য উল্লেখযোগ্য রিলিজ
খৌফ : অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এ হরর থ্রিলার সিরিজটি, যেখানে দেখা যায় এক নারীর স্বাধীনতার খোঁজে যাত্রা, যা এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। পরিচালনা করেছেন পঙ্কজ কুমার ও সূর্য বালাকৃষ্ণন। অভিনয়ে মনিকা পানওয়ার, রাজত কাপুর। মুক্তি পেয়েছে ১৮ এপ্রিল।
হ্যাভক : নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে টম হার্ডি অভিনীত এ অ্যাকশন থ্রিলার সিনেমাটি, যেখানে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন গ্যারেথ ইভান্স। মুক্তি পেয়েছে ২৫ এপ্রিল।