অতিথি নিয়ে বিতর্ক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ২২:১২ পিএম
অতিথি নিয়ে বিতর্ক পরবর্তী প্রতিবাদের মুখে স্থগিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৫’ উদযাপনের অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে গতকাল সকালের দিকে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানিকে প্রধান অতিথি এবং চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমকে প্রধান আলোচক রাখার কারণে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে আয়োজন বন্ধ করার দাবি জানান।
তাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর হিসেবে চলচ্চিত্র অঙ্গনে বিতর্কিত মাসুমা তানিকে প্রধান অতিথির পাশাপাশি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটিতে প্রধান আলোচক রাখা হয়েছিল ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সুজাতা আজিমকে।
শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন বলেন, মাসুমা তানি ও সুজাতা আজিম ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন এই বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা অনুষ্ঠানটি স্থগিত করি। আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল না- এমন অতিথিদের নিয়ে পরবর্তীতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্পকলা একাডেমির নিয়মানুযায়ী সকল জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা দেওয়া আছে। যেহেতু সরকারিভাবে দিবসটি বাতিল করা হয়নি সেহেতু নিয়ম মানার লক্ষ্যেই আমাদেরকে দিবসটি পালন করতে হবে৷
অন্যদিকে, তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত চলচ্চিত্র মাধ্যম নিয়ে সংস্কৃতিমন্ত্রণালয় অধিভুক্ত শিল্পকলা একাডেমির এমন আয়োজন করা নিয়ে নানা ধরনের কথা বলছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, এফডিসি আছে। এত কিছুর পরেও তথ্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে সংস্কৃতিমন্ত্রণালয়ের এমন আয়োজন করার বিষয়টি মেনে নেওয়ার মতো না।