× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুসরাতের আড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৪:১৯ পিএম

নুসরাতের আড়ি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের সিনেমায়ও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদে তাকে একটি আইটেম গানে নাচতে দেখা গেছে। এবার আসছে তার সিনেমা ‘আড়ি’। যেটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বে আছেন তিনি এবং তার স্বামী অভিনেতা যশ।

‘আড়ি’ কলকাতায় বড়পর্দায় মুক্তি পাবে ২৫ এপ্রিল। তাই শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। এটি যশ নুসরত প্রোডাকশনের দ্বিতীয় ছবি, যা পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। সিনেমাটি নিয়ে গোটা টিমই খুব আশাবাদী।

আড়ি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমে নুসরাত বলেন, ‘এটি একটি পারিবারিক ড্রামা গল্পে নির্মিত সিনেমা। যেখানে সম্পর্ক নিয়ে আমরা সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। এই ছবিতে একটা আবেগপূর্ণ আঙ্গিক আছে। আমাদের পক্ষ থেকেই সব বাবা-মায়ের জন্য এটা একটা শ্রদ্ধাঞ্জলি। সবাইকে অনুরোধ করছি সপরিবারে শুধু নয়, নিজেদের বাবা-মাকে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন। এই ছবিটা এটা ভেবেই বানানো হয়েছে যে, আমরা আজকের দিনে যেভাবে কাজের পেছনে ছুটি, সেক্ষেত্রে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমরা বাবা-মাকে অবহেলা করে ফেলি। এই ছবিটা তাদের জন্য একটি উপহার। এটা দেখে বাবা-মায়ের সঙ্গে তাদের যে দূরত্ব, তা হয়তো একটু কমবে।’

এ সময় নুসরাত আরও জানান, এমন গল্পে তিনি আগে কখনও কাজ করেননি। তাই এটি তার জন্য অনেক স্পেশাল। সিনেমায় নুসরাত, যশ ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশি গায়ক সৈয়দ অমি সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন, আছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি আইটেম গান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা