× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন তারকা নিয়ে ইনসাফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৩:৪৮ পিএম

তিন তারকা নিয়ে ইনসাফ

কোরবানি ঈদ ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ‘ইনসাফ’। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করেই এগোচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ শুটিং শেষ বলে জানা গেছে। এ সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন শরিফুল রাজ। তার সঙ্গে পর্দায় হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। যে রাজকে ইতঃপূর্বে দেখা যায়নি। পাশাপাশি দানবীয় ভয়ংকররূপে হাজির হবেন মোশাররফ করিম। সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে কলকাতার সুপারস্টার জিৎকে নিয়ে প্রথম সিনেমা ‘মানুষ’ নির্মাণ করেন তিনি। ওটিটি ও টিভিনাটক নির্মাণেও মুনশিয়ানা দেখিয়েছেন এ নির্মাতা। সঞ্জয় সমদ্দার বলেন, ‘সিনেমার শুটিং একদম শেষের দিকে। ৯৫ ভাগ অংশের কাজ শেষ বলা যায়। দু-তিন দিন শুটিং করলে ইনসাফের ক্যামেরা ক্লোজ হবে। এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার।’ র‍্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরিফুল রাজের পথচলা শুরু। প্রথম ছবি ‘আইসক্রিম’ দিয়ে নজর কাড়েন। তবে রাজকে বেশি আলোচনায় এনেছে পরাণ।

প্রশংসিত হয় রাজের অভিনয়, লুক, অঙ্গভঙ্গি। এরপর তার অভিনীত হাওয়া, দামাল, কাজলরেখা, দেয়ালের দেশ ও ওমর মুক্তি পায়। প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এ ঢালিউড তারকাকে। গেল বছরে শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’র শুটিং। ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধিকা পাল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না। তবে এ সময়টায় বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন, সেখান থেকেই ভালো লেগে যায় ইনসাফ। রাজ বলেন, ‘দর্শকের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্য না পেলে তো আর হবে না।’

তবে দীর্ঘদিন নতুন কোনো ছবিতে কাজ না করলেও নিজেকে তৈরি করেছেন রাজ, ‘নিয়মিত সিনেমা দেখি। বই পড়ি। ঘোরাঘুরি করি। নিয়মিত জিম করি। নিজেকে সময় দিই, নতুন ছবির জন্য নিজেকে তো গোছাতে হয়।’ ছোটপর্দায় তাসনিয়া ফারিণের অভিনয়জীবন আট বছর হতে চলল। শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সম্প্রতি শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়। দেশে মুক্তির আগে এ ছবিটি দেশের বাইরের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, পুরস্কারও অর্জন করে। তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিণের অভিষেক হয়ে গেছে। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ নামের সে ছবির জন্য ভারতে পুরস্কারও পান ফারিণ।

এবারই প্রথম মূলধারার ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। শুটিং শুরুর আগে ছবিটি নিয়ে কোনো কথা বলতে চান না। শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম চলচ্চিত্র ইনসাফে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ ছবিতে তার চরিত্রটি নেতিবাচক। সম্প্রতি বড়পর্দায় মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ নামে একটি ছবি মুক্তির কথা শোনা গেছে। তবে কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এর মধ্যে ইনসাফে অভিনয়ের খবর মিলল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা