× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযোজক ইকবালকে হত্যার হুমকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ১৯:০৭ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

সিনেমা ইন্ডাস্ট্রির এই আলোচিত প্রযোজক ও পরিচালক এমডি ইকবালকে এবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কয়েক দিন ধরে বিভিন্ন সময়ে ১৫টি নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে। শাকিব খানের শুটার, পাসওয়ার্ডসহ বেশ কিছু সিনেমার প্রযোজক ছিলেন এমডি ইকবাল। পাশাপাশি অন্য নায়কদের নিয়েও কাজ করেছেন বেশ কিছু সিনেমার।

এ ব্যাপারে এমডি ইকবাল গণমাধ্যমকে বলেন, বরবাদ সিনেমা নিয়ে মন্তব্য করার জেরে আমাকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে। বরবাদ সিনেমা কীভাবে সেন্সর পায়। এছাড়া সিনেমার আয় নিয়ে কথায় বলায় আমাকে বারবার মোবাইল ফোনে হুমকি অব্যাহত রেখেছে। ওদের নম্বর আমার কাছে রয়েছে। 

তিনি আরও বলেন, ফোনদাতারা আমাকে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিতেও হুঁশিয়ারি দিয়েছে। ওরা কী মনে করেছে আমি কী ভাইসা আসছি। শিগগিরই আমি থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানাবো। আমার ব্যক্তিস্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি সিনেমার মানুষ। কোন সিনেমা কতটা ব্যবসা করে তা আমার ভালোই জানা আছে। আমাকে এসব হুমকি দিয়ে লাভ নাই।

ইকবাল আরও বলেন, দেশে আইন আছে। আমি আইনের সহায়তা নেবো।

প্রসঙ্গত, একটা সময় শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ইকবাল। নায়কের ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও শাকিবের পক্ষ নিয়ে কথা বলতেন এই প্রযোজক। তবে হঠাৎ করেই তাদের বন্ধুত্বের ছন্দপতন ঘটে।


 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা