× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ সিনেমার নায়িকারা

কে কেমন করলেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১২:২৬ পিএম

ঈদ সিনেমার মধ্যে তিনটির নায়িকা তমা মির্জা, ইধিকা পাল ও শবনম বুবলীকে নিয়েই কথা হয়েছে বেশি।

ঈদ সিনেমার মধ্যে তিনটির নায়িকা তমা মির্জা, ইধিকা পাল ও শবনম বুবলীকে নিয়েই কথা হয়েছে বেশি।

প্রতি বছরেই ঈদে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে যায় সিনেমা মুক্তি দেওয়ার। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।

সে ধারাবাহিকতায় ঈদুল ফিতরে এবার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা- বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মা। ঈদ সিনেমার মধ্যে তিনটির নায়িকা তমা মির্জা, ইধিকা পাল ও শবনম বুবলীকে নিয়েই কথা হয়েছে বেশি। ঈদের ছবির নায়িকারা কে কেমন করলেন? তা নিয়ে আজকের আয়োজন-

ইধিকা পাল

ঈদে সবচেয়ে বেশি হলে প্রদর্শনী চলছে মেহেদী হাসানের বরবাদ সিনেমাটির। শাকিব খানের বিপরীতে সিনেমাটির নায়িকা ইধিকা পাল। পশ্চিমবঙ্গের এ অভিনেত্রীর বড়পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে। মাঝে গত বছর দেবের বিপরীতে ‘খাদান’ করেছেন। প্রিয়তমা ও খাদান ব্যবসায়িক সাফল্য পেয়েছে, বরবাদও হাঁটছে একই পথে। তিন সিনেমাতেই ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে। নীতু চরিত্রটির যে মূল সুর, সেটা ধারণ করতে পেরেছেন তিনি। রোমান্টিক দৃশ্য, অসহায়ত্ব থেকে বদলে যাওয়া ভূমিকায় তার এক্সপ্রেশন দর্শককে ছুঁয়ে গেছে। একটাই সমস্যা, তার উচ্চারণে এখনো কলকাতার টান কিছুটা আছে, যদিও সেটা প্রিয়তমার চেয়ে কম।

তমা মির্জা

দাগিতে জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। খাঁচার ভেতর অচিন পাখি, ফ্রাইডে, সুড়ঙ্গ, আমলনামা থেকে দাগি- অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাকে মনে রাখতেই হবে। ক্যামেরায় তার সংলাপ বলা, এক্সপ্রেশন দেখে মনে হয়েছে পর্দায় যেকোনো ধরনের চরিত্রের জন্য তৈরি তিনি। গত কয়েক বছরে অনেক কাজেই পর্দায় অসহায় গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তমা। সেখান থেকে এ ছবিতে ‘পাশের বাড়ির মেয়ে’ চরিত্রেও তিনি ভালো করেছেন।

শবনম বুবলী

জংলিতে দুই নায়িকা দীঘি ও শবনম বুবলী। ছবিতে নূপুর চরিত্রে দীঘির উপস্থিতি খুবই কম। তবে তিথি চরিত্রে বুবলী বেশ ভালো অভিনয় করেছেন। যদিও তার আরও ভালো করার সুযোগ ছিল। তবে দর্শক নন-গ্ল্যামারাস লুকে বুবলীকে পছন্দই করেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফট্র্যাক চরিত্র তিনি ভালো সামলাতে পারেন, সে প্রমাণ টান বা দেয়ালের দেশে পাওয়া গেছে। জংলির ইন্টার্ন চিকিৎসকের চরিত্রটিও তেমনই।

ঈদের আরেকটি সিনেমা জ্বীন ৩-এর গান আলোচিত হলেও সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। ছবির মূল সমস্যা অতি অভিনয়। অতি অভিনয়ের দৌড়ে শীর্ষে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিতে ফারিয়া নামের গ্রামের এক মেয়ের চরিত্র করেছেন তিনি। গানের দৃশ্যে তার অভিব্যক্তি যথাযথ ছিল। আরেক ছবি অন্তরাত্মায় ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিকের অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। পুরোনো দিনের ঢাকাই সিনেমার আদলে নির্মিত এ ছবি নিয়ে তেমন আলোচনাও হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা