প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১২:১২ পিএম
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল মনোনয়নে এবারও জায়গা করে নিয়েছে ভারত। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা নিরাজ গাইওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘হোমবাউন্ড’।
এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানের মঞ্চে প্রিমিয়ার হতে চলেছে তাদের অভিনীত সিনেমা। গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছিল ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এবার হোমবাউন্ডের মনোনয়ন প্রাপ্তি বেশ আলোচনা তৈরি করেছে।
এটি প্রযোজনা করেছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন জুলিয়েট বিনোশ। সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। আগামী ১৩ মে শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ মে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’। এবারই প্রথমবার কোনো অভিষিক্ত নির্মাতার সিনেমা দিয়ে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ এই উৎসব।