প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১৬:৫২ পিএম
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আজকের নিয়মিত আয়োজন।
‘হাউ সুইট’
পরিচালনা : কাজল আরেফিন
অভিনয় : অপূর্ব, তাসনিয়া ফারিণ, এরফান মৃধা, পাভেল
স্ট্রিমিং : বঙ্গ
আদনান ফটোগ্রাফার। বন্ধুকে নিয়ে সদরঘাটে এসেছে ছবি তুলতে। এদিকে বিয়ের আসর থেকে পালিয়েছে সুইটি। মা-বাবার পছন্দের ছেলেকে সে কিছুতেই বিয়ে করবে না। সদরঘাট থেকে লঞ্চে করে যাবে বরিশাল। বান্ধবীর বাড়িতে কিছুদিনের জন্য আস্তানা গাড়বে। সদরঘাটে সে যখন দিগ্বিদিক ছুটছে, আদনান তখন ছবি তোলায় মগ্ন। এরপর যা হওয়ার তাই হয়। নায়ক-নায়িকার অবধারিত ধাক্কা, বুড়িগঙ্গার বিশ বাঁও জলের নিচে ক্যামেরা! কয়েক বছর ধরেই ছোট পর্দা আর ওটিটিতে একের পর এক হিট কাজ উপহার দিচ্ছেন কাজল আরেফিন। লার্জার দ্যান লাইফ সব চরিত্র, হাস্যরসের মিশেলে ভিন্নমাত্রা পায় তার কাজ। থাকে ভরপুর বিনোদন। হাউ সুইটও তেমনি একটি কাজ। ওটিটিতে থ্রিলারধর্মী কাজের বাইরে বিনোদনের মোড়কে নির্মিত সিনেমাটি যেন দর্শকের চোখের আরাম।
‘ছাবা’
স্ট্রিমিং : নেটফ্লিক্স
দিনক্ষণ : চলমান
নেটফ্লিক্সে এসেছে এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবি ‘ছাবা’। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে শিবাজি সাওয়ান্তের উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে ছবিটি। পর্দায় সম্ভাজির চরিত্রে হাজির হয়েছেন ভিকি কৌশল। শিবাজির মৃত্যুতে উৎসব আনন্দে মেতে ওঠে মোগল সম্রাট আওরঙ্গজেব। এরই মধ্যে মারাঠার তাজ ওঠে সম্ভাজির কাঁধে। তার নেতৃত্বে মারাঠারা বুরহানপুর আক্রমণ করে বসে এবং রাজকোষ দখল করে। অভিনয়ে আরও আছেন রাশমিকা মানদানা, অক্ষয় খান্না, ডায়ানা পেন্টি, আশুতোষ রানা প্রমুখ।
‘ছোরি ২’
স্ট্রিমিং : অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ : চলমান
ভারতে এখন হরর সিনেমা রমরমা। অনুমিতভাবেই তাই ২০২১ সালে মুক্তি পাওয়া ছোরির রিমেক নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। প্রথম কিস্তির মতো এবারও সাক্ষী চরিত্রটি করেছেন নুসরাত ভারুচা। বিশাল ফুরিয়া পরিচালিত এ ছবিতে আরও আছেন সোহা আলী খান। কুসংস্কারের সঙ্গে যখন অতিপ্রাকৃত শক্তি মিশে যায়, তখন তা কতটা ভয়ংকর রূপ নেয়, সিনেমায় সেটাই তুলে ধরা হয়েছে।
‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’
স্ট্রিমিং : অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ : চলমান
হঠাৎই অ্যান্ড্রু কুপারের জীবনে নেমে আসে ঘোরতর দুর্দিন। চাকরি যাওয়ার পাশাপাশি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদও চূড়ান্ত হয়। তবে চাকরি না থাকলেও কুপারের দুষ্টু বুদ্ধির অভাব নেই। কিন্তু একবার ভয়াবহ এক বিপদে জড়িয়ে পড়েন তিনি। এমন গল্প নিয়ে জনাথন ট্রোপারের ড্রামা ঘরানার সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পেয়েছে গতকাল। বাকি সাত পর্ব পর্যায়ক্রমে আসবে আগামী ৩০ মে পর্যন্ত। সিরিজটিতে অভিনয় করেছেন জন হ্যাম, অলিভিয়া মুন প্রমুখ।
‘হ্যাকস ৪’
স্ট্রিমিং : জিওহটস্টার
দিনক্ষণ : চলমান
আলোচিত কমেডি ড্রামা সিরিজের চতুর্থ মৌসুম মুক্তি পেয়েছে গতকাল। আবারও পর্দায় দেখা যাবে জিন স্মার্ট আর হ্যানা আইনবেন্ডারকে। ডেবোরা ও অ্যাভা ঠিক করেন, লেটনাইট শো শুরু করবেন। সেটা করতে গিয়ে ঘটতে থাকে নানা কাণ্ড।
‘প্রবীণকুডু শাপ্পু’
স্ট্রিমিং : সনি লিভ
দিনক্ষণ : চলমান
এক পানীয়র দোকানে খুন হন এক ব্যক্তি। সেই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর ঘটতে থাকে উদ্ভট সব কাণ্ড। এমন গল্প নিয়ে মালয়ালাম এই ব্ল্যাক কমেডি, ক্রাইম থ্রিলার সিনেমাটি গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। শ্রীরাজ শ্রীনিবাসন পরিচালিত প্রথম সিনেমায় অভিনয় করেছেন সুবিন শাহির, বাসিল জোসেফ। এটি প্রযোজনা করেছেন আলোচিত মালয়ালাম নির্মাতা ও প্রযোজক আনোয়ার রশীদ।