× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘বরবাদ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১১:২৮ এএম

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘বরবাদ’

বাংলাদেশের চলচ্চিত্র জগতের নাম্বার ওয়ান হিরো, মেগাস্টার ও সুপারস্টার শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ ছবি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।

কানাডার অটোয়া, মন্ট্রিল ও টরেন্টোতে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে আমেরিকার যেসব স্টেটে বাংলাদেশি আছেন, সেখানে একাধিক হলে সিনেমাটি মুক্তি পাবে। নিউইয়র্ক সিটির ৩-৪টি হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। ছবিটি বাংলাদেশেও চলছে। ঈদুল ফিতরে এই ছবি মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এখন সারা দেশে মহাসমারোহে চলছে। সিনেমাটি মুক্তি দেওয়া উপলক্ষে সুপারস্টার শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি কত দিনের জন্য সেখানে যাবেন। 

এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ‘বরবাদ’ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে। পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে ‘বরবাদ’। ইতোমধ্যে এ কাজের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এসকে ফিল্মস। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়ার প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ চলবে।

১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টোÑ এই তিন শহরে সিনেমাটি চলবে। ঈদে দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার। সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা