× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষা বিলডাকিনির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৫:৪০ পিএম

অপেক্ষা বিলডাকিনির

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘চক্কর’ সিনেমায় মোশাররফ করিমের অনবদ্য অভিনয় দর্শকের মনে বেশ দাগ কেটেছে। সে আবেশ কাটতে না কাটতেই আবারও সুখবর- বৈশাখেই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত আরেকটি প্রতীক্ষিত ছবি ‘বিলডাকিনি’। পরিচালক ফজলুল কবীর তুহিন নিজেই নিশ্চিত করেছেন এ খবর। তিনি জানান, ‘ঈদের পর হলে দর্শকের উপস্থিতি উৎসাহব্যঞ্জক, তাই এ সুযোগে বৈশাখে আমরা ছবিটি মুক্তি দিচ্ছি।’

এ ছবিতে মোশাররফ করিম রূপদান করেছেন মানিক মাঝি চরিত্রেÑএকজন বাউলের সন্তান, যার জীবন জড়িয়ে আছে মাটি, মানুষ ও সুরের সঙ্গে। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র, যিনি ফুটিয়ে তুলেছেন গ্রামের এক সাহসী নারী হনুফার চরিত্র। মূল কাহিনী আবর্তিত হয়েছে হনুফাকে ঘিরে, যেখানে গ্রামীণ জীবন, সামাজিক দ্বন্দ্ব ও মানবিক টানাপড়েন উঠে এসেছে এক নতুন দৃষ্টিকোণ থেকে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘বিলডাকিনি’ সিনেমাটি শুরুতে পরিচালনা করার কথা ছিল মনজুরুল ইসলামের। তবে প্রযোজক আবদুল মমিন পরে এ দায়িত্ব দেন ফজলুল কবীর তুহিনকে। সিনেমার গল্প রচিত হয়েছে নুরুদ্দিন জাহাঙ্গীরের লেখা এক ভিন্নমাত্রার চিত্রনাট্যের ওপর ভিত্তি করে, যা দর্শকের চিন্তার খোরাক জোগাবে। ছবির দৃশ্যধারণ হয়েছে নওগাঁর পতিসর, নাটোরসহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে, এমনকি বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারেও হয়েছে শুটিং। মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, আইনুন নাহার পুতুল, হাবিব মাসুদ, ইউসুফ হাসান অর্ক, তিথি, মেহেদী হাসান সোমেনসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা