প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৫:১৬ পিএম
এ ঈদে ছয়টি নতুন সিনেমা মুক্তি পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। অন্যান্য সিনেমা যেখানে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, সেখানে জংলির গল্প আর সিয়াম আহমেদের অনবদ্য অভিনয় জয় করে নিয়েছে দর্শকের মন। অনেকে হল থেকে বেরিয়ে এসেই বলেছেন, তারা আবেগ সংবরণ করতে পারেননি।
চিত্রনায়ক সিয়াম আহমেদ এ সিনেমার জন্য কেবল অভিনয়ই করেননি, নিজেকে একেবারে বদলে ফেলেছেন চরিত্রের জন্য। বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন এক জংলি জীবনে কাটিয়েছেন মাসের পর মাস। শরীরী ভাষা, চলাফেরা, এমনকি মানসিক প্রস্তুতিতেও এনেছেন বড় রকমের পরিবর্তন।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এ সিনেমার জন্য তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। বরং তার পারিশ্রমিক তিনি নিজে থেকেই ছবির বাজেটে বিনিয়োগ করেছেন, যাতে নির্মাণে কোনো আপস না করতে হয়। সিয়াম জানিয়েছেন, ‘যদি আমি আমার পারিশ্রমিক নিয়ে নিতাম, তাহলে টিমকে বাজেট নিয়ে সমস্যায় পড়তে হতো। তাই শুরু থেকেই ঠিক করেছিলাম আমার পারিশ্রমিক সিনেমায় ইনভেস্ট করব। পরে যদি লাভ হয়, তখন সেটা থেকে আমি লভ্যাংশ নেব।’
জংলি ঈদুল ফিতরের দিনে সীমিতসংখ্যক শো নিয়ে মুক্তি পেলেও দর্শকের আগ্রহে তা দ্রুতই ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে আসে। শুরুতে টিকিটের অভাবে অনেক দর্শক হল থেকে ফিরে গেলেও সমাজমাধ্যমে এ নিয়ে শুরু হয় জোরদার দাবি- জংলির শো বাড়াতে হবে।
প্রথম সপ্তাহের শেষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবশেষে দর্শকের ডাক শুনে দ্বিগুণ শো যুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। সিয়াম আহমেদের পাশাপাশি জংলিতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুর মতো গুণী শিল্পীরা।