× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্ত হলো বিপ্রার ‘পাবে না আমাকে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ০০:৩৩ এএম

মুক্ত হলো বিপ্রার ‘পাবে না আমাকে’

সানজিদা বিপ্রা- নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী।  সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান ‘পাবে না আমাকে’। মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ও রবীন্দ্র সংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুল সংগীতেরও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে।  কেন? এমন প্রশ্নের উত্তরে বিপ্রা বললেন, ‘আসলে ছোট থেকেই তো আমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি, গেয়ে এসেছি। তাছাড়া সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুল সংগীতও গাওয়া হয় এখন। কিন্তু যখন আমার প্রথম একক গান প্রকাশ করার ব্যাপারটা আসলো তখন মনে হলো নিয়মিত যা করি তার বাইরে কিছু চেষ্টা করে দেখি কেমন হয়, আমার গলায় কেমন মানায়? সেই ভাবনা থেকেই মূলত আধুনিক গান গাওয়া। আমি যেহেতু একেবারেই নতুন, সেহেতু ভুল-ত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছে। শুধু সবার কাছে চাওয়া এটুকু- ভুলগুলো ধরিয়ে দেবেন, যেন আগামীতে আপনাদের আরও সুন্দর গান উপহার দিতে পারি, গাইতে পারি।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। রাজশাহী বেতারেও এনলিস্টেড। এই শিল্পীর বর্তমানে নিজের পরজ শিল্প এ‍কাডেমি নামে সংগীত বিষয়ক স্কুল রয়েছে। সেখানে ক্লাসিক‍্যালের পাশাপাশি অন্যান্য ধারার গান শেখানো হয়। সবমিলিয়ে গানের সঙ্গেই দিনযাপন তার। 

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিপ্রা বললেন, ‘সামনে আরও একটি আধুনিক গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া রবীন্দ্র সংগীতও আসবে রবীন্দ্র জন্মজয়ন্তীতে। তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। আমার চাওয়া শ্রোতাদের জন্য, নিজের জন্য যেন গাইতে পারি কিছু ভালো গান সে চেষ্টা করে যাওয়া। গান নিয়েই থাকতে চাই আজীবন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা