× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য ডিপ্লোম্যাট মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১১:৪১ এএম

দ্য ডিপ্লোম্যাট মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ

বলিউড তারকা জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটি ১৪ মার্চ মুক্তি পায়। এটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে। মুক্তি পাওয়ার পর সিনেমাটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এরই মধ্যে সালমান খানের ‘টাইগার থ্রি’ ও অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ সিনেমাও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে জনের সিনেমা প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন সিনেমার নায়ক ও প্রযোজক জন আব্রাহাম। অভিনেতা জন এরই মধ্যে একাধিকবার দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করেছেন, যা বেশ প্রশংসা পেয়েছে। তার নতুন সিনেমা দ্য ডিপ্লোম্যাট ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইসরায়েলের দূতাবাসে প্রদর্শিত হয়েছে। ইসরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংকে স্বাগত জানাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে এ ব্যবস্থা করেছিল ইসরায়েল সরকার।

২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যর্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। উজমাকে ভারতে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন এই জেপি সিং। সিনেমায় জেপি সিংয়ের ভূমিকাতেই অভিনয় করেছেন জন আব্রাহাম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বলেছেন, ‘সিনেমা নিষিদ্ধ হওয়ার ঘটনায় আমি হতবাক। এ সিনেমা কোনোভাবেই পাকিস্তানবিরোধী নয়। আমরা আমাদের সিনেমায় পাকিস্তানের আইনব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকি সিনেমায় সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে। সিনেমায় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এ ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারও ভাবাবেগে আঘাত করিনি সিনেমায়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা