× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমি আর থাকতে চাই না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১১:৩৯ এএম

কণ্ঠশিল্প আসিফ আকবর

কণ্ঠশিল্প আসিফ আকবর

ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান আয়োজকরা।

জানা গেছে, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সর্বজনীনভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর পাশাপাশি একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটি এক দিন পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়। অবশেষে সে তারিখেও কনসার্টটি হচ্ছে না। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিবৃতিতে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত জানান। এদিকে কনসার্ট স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তার নিজেরও এ আয়োজনে পারফর্ম করার কথা ছিল। কিন্তু কনসার্টটি স্থগিত হওয়ায় কষ্ট পেয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে ফেসবুক স্ট্যাটাসে আসিফ বলেছেন, ‘এ দেশ নয়, ওই দেশ নয়, শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। ফিলিস্তিনের বেদনাবিধুর পরিণতির কারণে শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়েছিল। গতকাল উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’ এই গায়ক বলেন, ‘দীর্ঘ ক‍্যারিয়ারে আমি একটা বিষয় সব সময় লক্ষ‍ করেছি, যেকোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হন বাংলাদেশের শিল্পীরা। করোনার সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী-মিউজিশিয়ানদের পেশাবদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি।’

আসিফের কথায়, ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন‍্য আশা জাগানিয়া একটা প্ল‍্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হয়ে যাওয়ার কারণে শিল্পী-মিউজিশিয়ান, সাউন্ড লাইট স্টেজ ব‍্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারও নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত‍্যক্ষ করল, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল, তারাও বঞ্চিত হলো।’ পরে এ কনসার্টের আয়োজন হলেও থাকতে চান না জানিয়ে আসিফ বলেন, ‘আমি ব‍্যক্তিগতভাবে হতাশ। আমার টিমকে বলে দিয়েছি, বাংলাদেশের অভ‍্যন্তরে কনসার্ট আমাদের জন‍্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে, সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন‍্য আবারও একটা ডেট হবে, কনসার্টও হবে, তবে আমি আর থাকতে চাই না। আমি শিল্পী, এটা আমার আয়-রোজগারের জায়গা। এ জায়গাটা আবারও সিদ্ধান্তের খড়্‌গে পড়ে আরও যেন অনিশ্চিত না হয়ে যায়!! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট, শুভকামনা রইল। আমি রূপকথার সেই অন্ধ রাজকুমারের মতো আগের জায়গাতেই থাকি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা