প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৪:২৯ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, তার পরই দ্বিতীয় অবস্থানে হাসিব হোসাইন পরিচালিত ‘মন দিওয়ানা’। সিএমভির ব্যানারে মুক্তিপ্রাপ্ত মন দিওয়ানায় জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। অন্যদিকে তোমাদের গল্পতেও রয়েছেন এ অভিনেত্রী। তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান।
শীর্ষে থাকা তোমাদের গল্প নাটকটিতে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার বার্তা তুলে ধরেছেন নির্মাতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে মুক্তির ছয় দিনে ৭৮ লাখের বেশি দেখা হয়েছে নাটকটি। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এ নাটকের বেশিরভাগ দৃশ্য দর্শককে আবেগপ্রবণ করেছে। হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকাল ৪টায় এসেছে তোমাদের গল্প। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শক।
রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। মন দিওয়ানার গল্পে দেখা যায়, রুসু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার জীবন কাটে বাউন্ডুলেপনায়। এদিকে, মারজান মাত্র কলেজ শেষ করে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছে, সেখানেই পড়ে রুসু। মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই বুঝতে পারে, নতুন শিক্ষার্থীদের ওপর কীভাবে র্যাগিং চালানো হয় সেখানে। একদিন তারও ডাক পড়ে রুসুদের গ্রুপে। র্যাগিংয়ের জন্য মারজানকে ডেকেও কিছু না বলে ছেড়ে দেয় রুসু। মারজানকে রুসু বলে দেয়, কেউ কিছু বললে সে যেন বলে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’। এমন গল্প নিয়েই এগিয়ে যায় মন দিওয়ানা। ইউটিউবে নাটকটি দেখা হয়েছে ৬৪ লাখের বেশি। দুটি নাটকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তটিনী।
এ ছাড়া নাটক দুটির গানও আলাদাভাবে দর্শকের নজর কেড়েছে। মন দিওয়ানায় ‘আমি আছি’ শিরোনামে দ্বৈত গানটি গেয়েছেন রেহান রাসূল ও আতিয়া আনিসা। লিখেছেন রবিউল ইসলাম জীবন। অন্যদিকে, তোমাদের গল্পতে ‘মায়াজাল’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। কথা লিখেছেন জনি হক।