প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৪:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা এখনও ৩০-এর ঘরে পা রাখেননি, তবে অল্প সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। দক্ষিণী সিনেমা থেকে বলিউড দুই জগতেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আল্লু অর্জুন, সালমান খান, রণবীর কাপুরের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন রাশমিকা। আগামীকাল (৫ এপ্রিল) ২৯ বছরে পা দিচ্ছেন এ প্রতিভাবান অভিনেত্রী। তবে বয়সের সংখ্যা তার আনন্দের পথে বাধা নয়; বরং জন্মদিনের প্রতি তার উচ্ছ্বাস আরও বেড়েছে।
এ নিয়ে রাশমিকা বলেন, ‘আমি সব সময় শুনেছি যে বয়স বাড়লে মানুষ জন্মদিন উদ্যাপনে আগ্রহ হারায়। কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টো! আমি এখন আরও বেশি আনন্দে দিনটি উদ্যাপন করতে চাই। বিশ্বাসই হচ্ছে না, আমি ২৯-এ পৌঁছে গেছি! সুস্থ, সুখী এবং নিরাপদে আরও একটি বছর কাটাতে পেরেছি; এটাই তো উদ্যাপনের সবচেয়ে বড় কারণ!’ জন্মদিন মানেই বিশেষ মুহূর্ত, আর রাশমিকার জন্য এবারের দিনটি যেন আরও বেশি আনন্দের।