প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৩:৪১ পিএম
ছবি : সংগৃহীত
২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন বেস্ট ফ্রেন্ড। তখন তুমুল জনপ্রিয়তা পায় সেটি। আমায় কেউ উতলা হয়ে বুঝুক, ভিড়ের ভেতর হারিয়ে গেলে, একটুখানি খুঁজুক।
এমন আকুতি নিয়েই যেন দীর্ঘ বিরতির পর এবার প্রবীর রায়চৌধুরীর নির্মাণে, মেহজাবীন ও জোভান জুটির ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ মুক্তি পেল ২ এপ্রিল।
রোমান্টিক জনরায় বেশ জনপ্রিয় বেস্ট ফ্রেন্ড সিরিজের এবারের গল্প এগিয়েছে শুভ্র ও পুষ্পিতাকে ঘিরে। শুভ্রর ভালো লাগা, পুষ্পিতার ভালোবাসার পাশাপাশি দুজনের প্রেম, বিচ্ছেদ, বিষণ্নতা; আবেগের রোলার কোস্টারে চড়ার মতোন অনুভূতি দিল।
মেহজাবীন ও জোভানের জুটিটা বেশ আন্ডারেটেড এবং সুন্দর। চরিত্রের দাবি মেনে এখানেও দারুণ পারফর্ম করেছেন দুজনই। মিনারের গানটাও দিয়েছে যোগ্য সাহচর্য। সব মিলিয়ে ঈদের অর্থবহ কাজগুলোর মধ্যে একটি হয়ে থাকবে বেস্ট ফ্রেন্ড ২.০। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।