× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানের ঐ রোজার শেষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব। ঈদুল ফিতর নিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান। ঈদের আনন্দ, সৌন্দর্য এবং আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এ গানে। কালজয়ী গানটি আবারও আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য নতুন করে করা হয়েছে। এবারের আয়োজনে চ্যানেল আইয়ের জন্য গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। সম্প্রতি গানটির নতুন করে মিউজিক ভিডিও নির্মাণ করা হয় শুধু চ্যানেল আইতে প্রচারের জন্য।

এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে এবারের আয়োজন চমৎকার ছিল। গান তো একই রকম। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এতে যারা অংশগ্রহণ করেছেন সবাই ভীষণ আন্তরিকতা নিয়েই গানটি গেয়েছেন এবং ভিডিওতে অংশগ্রহণ করেছেন। সত্যি বলতে কি এ গানটি গাইতে গেলে নিজের ভেতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।’

আগুন বলেন, ‘এ ঈদের গানে যখন অংশগ্রহণ করি তখন আসলে একটা উৎসব উৎসব মুডে থাকি আমরা সবাই। সুন্দর এবং ভীষণ গোছানো ছিল এবারের আয়োজন। আশা করছি নতুন করে এ আয়োজন দর্শকের ভালো লাগবে।’

এ নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘খুব ভালো লেগেছে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে।’ নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনটির নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। রিজিয়া পারভীন, কোনাল, লুইপা, আয়েশা মৌসুমীসহ অন্যরাও এ আয়োজনে অংশ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।

অনন্যা রুমা জানান, ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই গানটি প্রচার শুরু হবে। ২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতি বছর সময়কে ধারণ করে বিভিন্ন রকম সংগীতায়োজনের মধ্য দিয়ে অনন্যা রুমা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা