প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
দেশের প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। লেখক ও নির্মাতা হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। এ চিরযুবা অভিনেতা এবার থাকছেন দুরন্ত টিভির ঈদ আয়োজনে। দুরন্ত টিভির ঈদুল ফিতরের সাত দিনব্যাপী আয়োজনের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’-তে অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরী চরিত্রে দেখা যাবে তাকে।
হাসান শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। এতে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ। গল্পে দেখা যাবে, ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির পাঁচটি তলায় পাঁচটি ভিন্নধর্মাবলম্বী পরিবারের বসবাস। এ বাড়ির শিশুদের দল খেলাধুলা, দুষ্টুমি আর আনন্দ-উৎসবে সব সময়ই একসঙ্গে থাকে। একজনের বিপদে অন্যরা এগিয়ে আসে। এবার ঈদে নতুন জামাকাপড় ঘিরে এ বাড়ির শিশুদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শিশুদের এ আনন্দমাখা উত্তেজনা দ্বিগুণ করতে বাবা-মায়েরা একটি সারপ্রাইজ পরিকল্পনা করেন। সে সারপ্রাইজ কেন্দ্র করে ঘটতে থাকে মজার সব ঘটনা। দেখবেন দুরন্ত টিভিতে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সকাল ৭টায়।