প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:৫১ পিএম
প্রবা কোলাজ
ঈদুল ফিতরকে কেন্দ্র করে বর্ণিল আয়োজনে সাজছে দেশের টিভি চ্যানেলগুলো। সে আয়োজনে থাকবে সিনেমা, সংগীত, ম্যাগাজিন অনুষ্ঠানসহ অনেক কিছু। থাকবে বৈচিত্র্যময় গল্পের নাটকও। তার ভিড়ে চ্যানেল আই দেখাবে ১৫টি নাটক।
নাটকগুলো প্রচারিত হবে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট এবং রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখবেন রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার এবং তানায আজিম। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনায় আবুল হায়াত, অভিনয়েও আছেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘চালাকি’ দেখা যাবে। এর পরিচালক সালাহ উদ্দিন লাভলু। অভিনয়ে আছেন শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাস্ট উইশ’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার অভিনীত নাটক ‘ডাকু’ প্রচার হবে।
তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ইতির ঈদি’ প্রচার হবে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায়। এতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘টোনাটুনির সংসার’ দেখা যাবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখাবে ‘লাভ মি মোর’ নাটক। সাজ্জাদ হোসাইন বাপ্পির পরিচালনায় অভিনয়ে আছেন তওসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা। এ ছাড়া রাত ৯টা ৩৫ মিনিটে ‘বউ বেশি বোঝে’, পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘তোমায় ছুঁয়ে’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘ভেতরে আসতে দাও’, ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘পানি’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘মেইড ফর ইচ আদার’, সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘জালিয়াত’, রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বলো ভালোবাসি’। টেলিফিল্মগুলো হলো মাহিন খান পরিচালিত নিলয় আলমগীর ও হিমি অভিনীত ‘একান্নবর্তী’। প্রবীর রায়চৌধুরী পরিচালিত মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-তাসনিয়া ফারিণের ‘প্রিয় প্রজাপতি’। জুলফিকার ইসলাম শিশির পরিচালিত যাহের জালভী ও তিথি অভিনীত ‘ভাবিদের ঈদ’। রুবেল হাসান পরিচালিত, ইয়াশ রোহান ও তটিনী অভিনীত ‘আবির ছোঁয়া’। মোস্তফা জামাল রাজ পরিচালিত এবং জোভান, তটিনী ও দিলারা জামান অভিনীত ‘তোমাদের গল্প’। জোবায়ের ইবনে বকর পরিচালিত ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফায়ার ফাইটার’। জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-নাজনীন নেহা অভিনীত ‘মেঘবালিকা’। রুবেল আনুশ পরিচালিত মুশফিক ফারহান ও সাফা কবির অভিনীত ‘কানামাছি’।
ঈদে এনটিভিতে দেখা যাবে টেলিফিল্ম ‘রঙিন চশমায় বাবা’। আহমেদ তাওকীরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন তপু খান। গল্পে বাবা চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। মেয়ে চরিত্রে রয়েছেন সাদিয়া আয়মান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, কামরুন নাহার রুমা, শিশু শিল্পী ওয়াজিহা ফারজিন খানসহ অনেক। এ ছাড়া এনটিভিতে দেখবেন প্রিয় অভিভাবক, বীথি পরিবহন, মন রে, বেঁচে থাকুক ভালোবাসা শিরোনামের নাটক।
ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনে ২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, সাত পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহিনে বিজয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি একক নাটকের মধ্যে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার ও সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম ও রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী ও সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয় ও হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান ও কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান ও তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ও প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোনো একদিন’, রাশেদ সীমান্ত ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা ও মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী ও মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’।
ঈদের ৫টি সাত পর্বের ধারাবাহিক হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত ও অহনা রহমান অভিনীত ‘লন্ডনি জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বীর, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি ও আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।
ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। সেগুলো হলো শিপন মিত্র, আঁচল আখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান ও বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।
ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঈদে নাটক নির্মাণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবার রোজার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ঘরের কথা ঘরেই থাক’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আবদুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিস ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল প্রমুখ।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম।
সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। এ আয়োজনে থাকছে ২০টি একক নাটক, ৮টি টেলিফিল্ম ও ২টি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১০ মিনিট, রাত ৮টা ও ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটকগুলো। টেলিফিল্ম প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। আর সাত পর্বের দুটি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৭টা ২০ মিনিট এবং রাত ৯টা ১০ মিনিটে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘বাজি’, মুশফিক ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’, নিলয়-হিমি অভিনীত ‘ব্রেক আপ থেকে শুরু’, অপূর্ব-সাবিলা নূর অভিনীত ‘ভুল সবই ভুল’, ইয়াশ রোহান-তানজিন তিশা অভিনীত ‘কিসমত’, মোশাররফ করিম-সালহা নাদিয়া অভিনীত ‘বেকার বারেক’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘বজরা’, জোভান-তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোণে’, খায়রুল বাসার-সামিরা খান মাহি অভিনীত ‘ইন্দ্রজাল’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘তুমি যাকে ভালোবাসো’, নিলয়-তানিয়া বৃষ্টি অভিনীত ‘শো অফ’, জোভান-তটিনী অভিনীত ‘ফিরে দেখা’ প্রভৃতি।
এবার ৭ দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করছে দুরন্ত টিভি। এতে থাকছে ৫টি সিনেমা ‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’, ‘কিং লরিন’, ‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’, ‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দি এনচান্টেড রীফ’, এবং ‘অ্যাট আই লেভেল’র বাংলা প্রিমিয়ার। যা প্রচারিত হবে ঈদের ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত বিকাল ৩টায়। এছাড়াও থাকছে ৭ দিনব্যাপী ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’, রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’, ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’ ও পাপেট নাটক ‘খাট্টা মিঠা’। দুরন্ত টিভির ঈদ উল ফিতরের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা – সিজন ৩’। অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির ৫টি তলায় ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। এই বাড়ির শিশুদের দল খেলাধুলা, দুষ্টুমি আর আনন্দ উৎসবে সবসময়ই একসাথে থাকে। একজনের বিপদে অন্যরা এগিয়ে আসে। এবার, ঈদে নতুন জামা কাপড়কে ঘিরে এই বাড়ির শিশুদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শিশুদের এই আনন্দমাখা উত্তেজনাকে দ্বিগুণ করতে বাবা-মায়েরা একটি সারপ্রাইজ পরিকল্পনা করে। সেই সারপ্রাইজকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার সব ঘটনা।
নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত দুপুর ১২টা, দুপুর ২টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে।
হাসান শাহরিয়ার-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।
এবারের নাটকগুলোয় নতুন শিল্পীই বেশি কাজ করেছেন। এর আগে ছোটপর্দার ঈদ নাটক মানে জাহিদ হাসান, মোশররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশো, মেহজাবীন প্রমুখের আধিক্য দেখা যেত। এবার ওটিটি ও সিনেমায় কাজ করার কারণে অনেক পরিচিত মুখই নাটকে নেই।