× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিভিতে সিনেমার প্রিমিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:৪৪ পিএম

ছবি কোলাজ : প্রবা

ছবি কোলাজ : প্রবা

আসন্ন ঈদে নানা আয়োজন থাকছে দীপ্ত টেলিভিশনের অনুষ্ঠানমালায়। এতে থাকছে নতুন তিনটি বাংলা সিনেমার প্রিমিয়ার। চ্যানেলটির পর্দায় ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’-এর। এটি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ঘরানার একটি সিনেমা। অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।

তুফান নির্মিত হয়েছে নব্বইয়ের দশকের পটভূমিতে। যেখানে একজন গ্যাংস্টারের গল্প দেখানো হয়েছে। এতে শাকিব খান অভিনয় করেছেন দ্বৈতচরিত্রে। তার বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক।

ওমর মূলত অ্যাকশন থ্রিলার সিনেমা। গল্প এগিয়েছে একটি দুর্ঘটনা ও তার প্রভাব নিয়ে। বড় মির্জার ছেলে ছোট মির্জা দুর্ঘটনাক্রমে খুন হয়। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি ওমর (শরীফুল রাজ) ও বদি (নাসির উদ্দিন খান)। এ মৃত্যুর জন্য একে অন্যকে দায়ী করে তারা। ওমর দাবি করে বদির কারণেই ছোট মির্জার মৃত্যু হয়েছে, অন্যদিকে বদি বলে এর জন্য দায়ী ওমর। কিন্তু তারা বুঝতে পারে, যার কারণেই মৃত্যু হোক না কেন বড় মির্জা যদি এ ঘটনা জানতে পারে, তাহলে দুজনকেই হত্যা করবে। পরে নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে।

এ ছাড়া ঈদের প্রথম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমা ‘মেঘনাকন্যা’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।

সিনেমার গল্পে দেখা যাবে, চারপাশঘেরা মেঘনা নদী, ঠিক তার মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম উলানিয়া। শহরের মেয়ে প্রজ্ঞা এসেছে এ গ্রামে। মনের ভেতর তার মনভাঙার মেঘ, চোখের তারায় মেজাজ হারিয়ে ফেলার ঝিলিক। নাঃ, তার একদমই এসব গ্রামট্রাম ভালো লাগছে না। কদিন পরই তার ক্যাম্পাসে আছে অনুষ্ঠান; সেখানে নাচতে চায়… যদিও তার বয়ফ্রেন্ড ব্যাপারটা ভালো চোখে দেখেনি; তাই বয়ফ্রেন্ডের সঙ্গে একেবারে কাটাকুটি! এসব নানা ঘটনায় এগিয়েছে মেঘনাকন্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা