× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে যা দেখবেন

আরফাতুন নাবিলা

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:৩৯ পিএম

ছবি কোলাজ : প্রবা

ছবি কোলাজ : প্রবা

ঈদ ঘিরে ওটিটি প্ল্যাটফর্মজুড়ে চলছে নানা আয়োজন। দর্শকের ঈদ আনন্দ দ্বিগুণ করতে প্ল্যাটফর্মগুলোও প্রস্তুত। আয়োজনগুলো সম্পর্কে লিখেছেন আরফাতুন নাবিলা 

আমলনামা

গভীর রাতে স্বামীকে তুলে নিয়ে যাওয়ার পর পাগলপ্রায় গৃহবধূ আর ‘আততায়ী’ এক মাদক কর্মকর্তার অভিযান থেকে শুরু করে দুই পরিবারের অন্দরের গল্প নিয়ে ‘আমলনামা’। এটিকে রায়হান রাফীর কামব্যাক বললেও খুব একটা ভুল বলা যাবে না। ধীরগতির হলেও টানটান উত্তেজনা নিয়ে পুরো ড্রামাটিতেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শককে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, কামরুজ্জামান কামু, তমা মির্জা ও গাজী রাকায়েত। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে আমলনামা।

জিম্মি 

সাধারণ সরকারি চাকরিজীবী থেকে আয়েশি জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া রুনা লায়লার জীবনের গল্প নিয়ে আশফাক নিপুণ তৈরি করেছেন ‘জিম্মি’। টাকা মানুষের জীবন কীভাবে বদলে দেয়, লোভে পড়লে মানুষ কী না করে এমনই এক বাস্তবতা দেখা যাবে এ ওয়েব সিরিজে। ইতোমধ্যে ট্রেলার নিয়ে দর্শকের মাঝে বিপুল সাড়া পাওয়া গেছে। রুনা লায়লা চরিত্রে জয়া আহসান ছাড়াও ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলুসহ অভিনয় করেছেন অনেকে। জয়া আহসান বলেন, ‘গল্প, চরিত্র, নির্মাতা এ তিনটি বিষয় আমি সব সময় মাথায় রাখি। জিম্মিতে এ তিনটি বিষয়ই আমার মনমতো ছিল। ঈদে মুক্তি পাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ, এটা নিয়েও আমি দারুণ উচ্ছ্বসিত।’ ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে জিম্মি।

হাউ সুইট

দর্শককে পুরোমাত্রায় বিনোদিত করতে এবার ঈদে রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন কাজল আরেফিন। ঈদুল ফিতর কেন্দ্র করে ‘বঙ্গ’তে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক এবং কমেডি গল্পের এ সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এতে আরও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

মাইশেলফ অ্যালেন স্বপন-২

আসন্ন ঈদুল ফিতরে চরকির পর্দায় উন্মোচিত হবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। এবারের সিরিজে বৈয়াম পাখি গানের নতুন সংস্করণ গেয়েছেন জেফার। এর মাধ্যমে তিনি আবারও অভিনয় করলেন। সঙ্গে আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন ও অর্ণব ত্রিপুরার মতো শিল্পীরা। নতুন মৌসুমে গল্প কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা আর কয়েক দিনের! দেখতে হলে চোখ রাখতে হবে চরকির পর্দায়।

ত্যাড়া জামাই ও টেনশন

ঈদ উপলক্ষে মোশাররফ করিমের দুটি নাটক প্রচার হবে বিঞ্জে। নাটক দুটি হলো ‘ত্যাড়া জামাই’ ও ‘টেনশন’। সোহেল হাসানের ত্যাড়া জামাই নাটকে মোশাররফ করিমের সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে নিয়াজ মাহবুবের পরিচালনায় টেনশনে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

ছায়া

ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘ছায়া’। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। গল্পটি অনাদরে বড় হওয়া অনাথ দুই ভাইবোনের। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল। অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলী, আসিফ নূর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা