প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১১:৫৩ এএম
নাট্যকার ও নির্মাতা মহিন খান আসন্ন ঈদ উৎসবে দর্শকের জন্য তৈরি করেছেন তারকাবহুল নাটক ‘একান্নবর্তী’।
নাট্যকার ও নির্মাতা মহিন খান আসন্ন ঈদ উৎসবে দর্শকের জন্য তৈরি করেছেন তারকাবহুল নাটক ‘একান্নবর্তী’। নানা প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিয়ে তৈরি এ নাটকটি গল্পের গভীরতায় যেমন আলাদা, তেমন শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও পরিচালকের চমৎকার সৃজনশীলতা দেখা গেছে।
রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গরমের মধ্যেও শিল্পীরা প্রবল আগ্রহ নিয়ে অভিনয় করেছেন, যা নাটকটির প্রতি তাদের ভালোবাসার প্রকাশ। অভিনয়ে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠুসহ শক্তিশালী এক তারকা দল। পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির মূল আকর্ষণ এর গল্প, যা হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনার বার্তা বহন করে। এ প্রসঙ্গে অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার এখন শুধু স্মৃতির অংশ, কিন্তু এ ধরনের নাটক আমাদের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে পারে।’
অভিনেতা তারিক আনাম খান জানান, ‘মহিন খান দর্শকের অনুভূতি বোঝার অসাধারণ দক্ষতা রাখেন। তিনি আমাদের সংস্কৃতির আপন গল্পগুলোই নাটকে ফুটিয়ে তোলেন, যা প্রশংসনীয়।’ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করা নিলয় ও হিমি বলেন, ‘এত কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই নাটকে কাজ করা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা সবাই একসঙ্গে কাজ করেছি যেন একান্নবর্তী পরিবারের অনুভূতি ফুটিয়ে তুলতে পারি। আশা করি নাটকটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’ ঈদ উপলক্ষে নিলয় আলমগীর ফিল্মস (NAF Entertainment) ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি, যা দর্শককে পারিবারিক আবেগ ও নস্টালজিয়ার এক নতুন স্বাদ দেবে।