× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনন্দমেলায় একসঙ্গে মৌ-তিশা-বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১১:৫১ এএম

বাঁ থেকে শবনম বুবলী, সাদিয়া ইসলাম মৌ ও নুসরাত ইমরোজ তিশা। ছবি কোলাজ : প্রবা

বাঁ থেকে শবনম বুবলী, সাদিয়া ইসলাম মৌ ও নুসরাত ইমরোজ তিশা। ছবি কোলাজ : প্রবা

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঈদ উপলক্ষে আয়োজন করছে বর্ণাঢ্য বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। দর্শকের বিনোদনের কেন্দ্রবিন্দুতে থাকা এ আয়োজনে নাচ, গানসহ থাকছে নানা চমক।

আনন্দমেলার অন্যতম প্রধান আকর্ষণ নৃত্য পরিবেশনা। এবার ঈদ আনন্দমেলায় নাচ পরিবেশন করবেন তিন জনপ্রিয় তারকা নন্দিত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন পর তিশা আবারও নাচ নিয়ে হাজির হচ্ছেন এ আয়োজনে, যা দর্শকের জন্য বাড়তি চমক।

তিশা ও বুবলীর নৃত্য পরিবেশনার কোরিওগ্রাফি করেছেন দেশের অন্যতম শীর্ষ কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। অন্যদিকে, সাদিয়া ইসলাম মৌ নিজেই নিজের কোরিওগ্রাফি করবেন। 

আনন্দমেলা নিয়ে অনুষ্ঠানের প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে এবার আমরা অনুষ্ঠান সাজিয়েছি। জনপ্রিয় সব তারকা হাজির হবেন এবারের অনুষ্ঠানে। নাচের আয়োজনও থাকছে। বাকিটা টেলিভিশনের পর্দায় দেখে জানতে হবে। বিটিভির আনন্দমেলা সব সময়ই বিশেষ কিছু নিয়ে আসে। দর্শকের জন্য এবারের নাচের পরিবেশনাও দারুণ হতে যাচ্ছে। তিশা দীর্ঘদিন পর নাচে ফিরছেন, আর বুবলী নিজ সিনেমার কিছু জনপ্রিয় গানের সঙ্গে পরিবেশনা করবেন। সব মিলিয়ে দর্শক ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।’

অভিনেত্রী শবনম বুবলী বলেন, ‘গত বছরও আনন্দমেলায় নাচ করেছিলাম, এবারও অংশ নিচ্ছি। নিজের সিনেমার কিছু প্রিয় গানের সঙ্গে নাচব। আশা করি দর্শক দারুণ উপভোগ করবেন।’

এ ঈদের আনন্দমেলার উপস্থাপনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এবং অভিনেতা মামনুন ইমন। নাবিলা ২০১৮ সালে সজল নূরের সঙ্গে আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন। সাত বছর পর তিনি আবারও ফিরছেন এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি নাবিলাকে আলোচনায় আনলেও এরপর অবশ্য আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। তবে এবার তিনি খবরে এলেন ঈদ আনন্দমেলা অনুষ্ঠান ঘিরে। উপস্থাপনায় বৈচিত্র্য আনতে এবার নাবিলা ও ইমনকে চূড়ান্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন আনন্দমেলাসংশ্লিষ্টরা। এ নিয়ে দ্বিতীয়বার ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করতে যাচ্ছেন নাবিলা। অন্যদিকে চিত্রনায়ক ইমনের প্রথমবার।

ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আমি সৌদি আরবে ছিলাম যখন, তখন আমাদের বাঙালি কমিউনিটিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। তারাও তাদের অনুষ্ঠানের নাম আনন্দমেলা রাখত। আমি এ রকম অনুষ্ঠানে গিয়েছিও। অনেক অনুষ্ঠানে গানের সঙ্গে গিটার বাজিয়েছি। সৌদি আরবের আনন্দমেলা অনুষ্ঠান নিয়ে আমার এ রকম স্মৃতিও আছে। ঈদ মানে আমরা তো বিটিভির সামনে বসে আনন্দমেলা দেখলাম। সাত বছর আগে যখন এ অনুষ্ঠানের উপস্থাপনা প্রথমবার করলাম সজল ভাইয়ের সঙ্গে, তখন অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে। তবে এবার হয়তো কিছুটা কম, কিন্তু এটা ভেবে ভালো লাগছে, বিটিভি যে আবার আমাকে এ অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ভেবেছে।’

ইমন বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্য রকম আয়োজন। অনেকবার আনন্দমেলায় বিভিন্ন সময় পরিবেশনায় অংশ নিলেও প্রথমবার উপস্থাপনা করতে যাচ্ছি। তা ছাড়া এটি নাবিলা আর আমার প্রথম কাজও। ছোটবেলায় আনন্দমেলা অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। এরপর তো দেখতাম কারা কারা এ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এবার সে তালিকায় আমার নাম যুক্ত হচ্ছে! প্রস্তাব পাওয়ার পর তাই আর না করিনি। এতে আমার ভূমিকা কেমন হবে, তা জানতে হলে ঈদে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’

নাবিলা বলেন, ‘আনন্দমেলা একটি লিজেন্ডারি শো। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। বিটিভির অনুরোধে আবারও উপস্থাপনা করতে যাচ্ছি, যা আমার জন্য খুব আনন্দের। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও এ অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করেন। নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা