প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১১:৪৭ এএম
প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব।
চান্দের বাতি, পাঠশালা, বন্ধুহারা, মন ভালো নেই, নয়না, হায় আল্লাহ, আমি এক যাযাবর, স্বর্ণালি ভোরেসহ অসংখ্য গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। দীর্ঘদিন ধরেই এ গায়ক আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সপরিবার থাকছেন নিউইয়র্কে। আর পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্যাক্সি সার্ভিস।
সম্প্রতি একটি গণমাধ্যমে বিপ্লবের দেওয়া পুরোনো সাক্ষাৎকার আবার সামনে আনা হয়েছে। যার শিরোনাম ‘নিউইয়র্কে ট্যাক্সি চালাই বলতে লজ্জা নেই, চুরি তো করছি না : বিপ্লব’। এমন সংবাদ প্রকাশ্যে আসার পর বিপ্লবভক্তরা অনেকেই চিন্তায় পড়ে গেছেন। অনেকেই আবার ভাবছেন, যুক্তরাষ্ট্রে ভালো নেই বিপ্লব!
এমন সংবাদ দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রমিথিউসের এ গায়ক। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘সম্প্রতি আমার ৭-৮ বছর আগের একটা সাক্ষাৎকার আবার প্রচার করা হচ্ছে। এমন সংবাদ দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই আমাকে নক করেছেন। এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতে বিচলিত হবে না।’
তিনি আরও বলেন, ‘আসলে ভক্তরা ভাবছেন, এটা কেন এমন হলো। আসলে এটা ওভাবে চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আন্দোলন নিয়ে অনেক কথাবার্তা বলেছি, তখন ট্যাক্সি চালাচ্ছি বলে অনেকেই খোঁচা মেরেছে। আসলে এগুলো গায়ে লাগানোর কোনো কারণই নেই। আমাকে যারা ভালোবাসেন তাদের আবারও বলছিÑ এতে আপনারা ক্ষুব্ধ হবেন না, কেউ মন খারাপ করবেন না। আসলে এগুলো মাথাতেই রাখবেন না।’
সবশেষ গানের খবর দেন বিপ্লব। বলেন, ‘বৈশাখে নতুন গান আসছে। ঈদেও আপনাদের জন্য থাকছে নতুন গান। শুধু ঈদেই নয়, সামনে অনেক গান আসছে। ঈদের গানের শিরোনাম “ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক”। আশা করি, খুব শিগগিরই নতুন গান নিয়ে সবার সঙ্গে দেখা হবে।’