প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:৩০ পিএম
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তুমি যাকে ভালোবাসো’।
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তুমি যাকে ভালোবাসো’। নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। কিঙ্কর আহসানের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান আর সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল।
বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, এ নাটকে অভিনয়ও করেছেন কিঙ্কর আহসান। নাটকের প্রধান দুই চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তুমি যাকে ভালোবাসো নাটকের গল্প প্রসঙ্গে আহসান বলেন, ‘এটি মূলত ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিরহ, আবেগ, রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানান বাঁক।’ নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।