প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:১২ পিএম
আলিয়া ভাট
বলিউড তারকা আলিয়া ভাটের জন্মদিন আজ (১৫ মার্চ)। বৃহস্পতিবারই জন্মদিনের বিশেষ সময় কাটাতে আলিবাগে পাড়ি দিয়েছেন আলিয়া-রণবীর। এদিনেই বন্ধুদের সঙ্গে কেক কেটেছেন এ নায়িকা। বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ‘হার্ট অব স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের ময়দানেও জায়গা করে নিয়েছেন।
এবার কান চলচ্চিত্র উত্সবে অভিষেক করতে চলেছেন আলিয়া। মেট গালার লাল গালিচায় বিশ্বের খ্যাতিমান তারকার ভিড়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। আর এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে যাচ্ছেন এ নায়িকা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মুম্বাইয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে যোগ দেন আলিয়া ভাট। সে অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন বড় সংবাদ। আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা। সে আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। গুঞ্জন আগে শোনা গিয়েছিল, তবে জল্পনাকল্পনা সত্যি, এমনটা অভিনেত্রী নিজেই বললেন। এ প্রসঙ্গে আলিয়া জানান, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।