× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পুষ্পা, কবির সিং না জংলি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ অবশেষে তার টিজার প্রকাশ করল, যা দর্শকের মধ্যে উত্তেজনার ঢেউ তুলেছে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ অবশেষে তার টিজার প্রকাশ করল, যা দর্শকের মধ্যে উত্তেজনার ঢেউ তুলেছে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ অবশেষে তার টিজার প্রকাশ করল, যা দর্শকের মধ্যে উত্তেজনার ঢেউ তুলেছে। এর আগে প্রি-টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা আলোচনা হচ্ছিল। কেউ বলেছিলেন, সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ‘কবির সিং’-এর ছায়া পাওয়া যাচ্ছে, আবার কারও মনে হয়েছিল, সিয়ামের লুক যেন ‘পুষ্পা’র মতো। তবে আজকের টিজারে সেসব জল্পনায় ইতি টানলেন সিয়াম নিজেই। শক্তিশালী সংলাপে জানিয়ে দিলেন, ‘পুষ্পা? কবির সিং? উহুঁ, জংলি।’

১ মিনিট ১১ সেকেন্ডের এ টিজারে সিয়ামের ভয়ংকর ও হিংস্র রূপ দর্শককে চমকে দিয়েছে। এতদিন মূলত রোমান্টিক চরিত্রে দেখা গেলেও এবার একেবারে নতুন অবতারে ধরা দিলেন তিনি, একজন অ্যাকশন-হিরো। টিজারে ধ্বংস, প্রতিশোধ আর আবেগের অনন্য মিশেল দেখা গেছে। রহস্যময় এক শিশু চরিত্রের উপস্থিতি গল্প আরও জটিল করে তুলেছে, যার সঙ্গে সিয়ামের সম্পর্ক কী, তা অবশ্য পরিষ্কার করা হয়নি। এবারের টিজারে শবনম বুবলীর এক ঝলকও উঠে এসেছে, যিনি আগের প্রি-টিজারে অনুপস্থিত ছিলেন। ভক্তরা ইতোমধ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এ নতুন লুক ও টিজারের ভিজ্যুয়াল উপস্থাপনা। এম রাহিম পরিচালিত এ সিনেমায় সিয়ামের পাশাপাশি রয়েছেন শবনম বুবলী ও দীঘি। সব মিলিয়ে জংলি হতে চলেছে প্রেম, প্রতিশোধ ও দুর্দান্ত অ্যাকশনের ভিন্নধর্মী গল্প, যা ঈদে দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা