× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:০৮ পিএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

ওটিটি প্লাটফর্ম বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে সিনেমা, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি, খেলাধুলা, খবরসহ বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট দেখতে পারেন। প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হয় নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন কয়েকটি ওয়েব সিরিজ, ড্রামা ও সিনেমা সম্পর্কে জানাব আপনাদেরÑ

আমলনামা

ধরন : সিনেমা

স্ট্রিমিং : চরকি

দিনক্ষণ : চলমান

সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফীর নতুন সিনেমাটি বুধবার মুক্তি পেয়েছে। অনেকে মনে করছেন, দেশের আলোচিত একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে।

এতে স্বামী-স্ত্রী চরিত্রে দেখা গেছে কবি কামরুজ্জামান কামু ও অভিনেত্রী তমা মির্জাকে। সিনেমাটিতে আরও আছেন জাহিদ হাসান, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতশ্রী চৌধুরী, হাসনাত রিপন প্রমুখ।

ডাইনি

ধরন : সিরিজ

স্ট্রিমিং : হইচই

দিনক্ষণ : ১৪ মার্চ

কুসংস্কারের অন্ধকার থেকে লড়াই করে বেঁচে ফেরা দুই বোন লতা ও পাতার গল্প নিয়ে নির্ঝর মিত্রর সিরিজ। গত সপ্তাহে ট্রেলার মুক্তির পর থেকেই সিরিজটির নির্মাণ ও পটভূমি আলোচিত হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। আরও আছেন কৌশানী মুখোপাধ্যায়, শ্রুতি দাস।

বি হ্যাপি

ধরন : সিনেমা

স্ট্রিমিং : অ্যামাজন প্রাইম ভিডিও

দিনক্ষণ : ১৪ মার্চ

বড় নৃত্যশিল্পী হতে চায় মেয়ে, মঞ্চে যার পারফরম্যান্স দেখতে উপস্থিত হবে হাজারো দর্শক। কিন্তু বাবার পক্ষে মেয়ের এমন স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? বাবা ও মেয়ের এমন সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন রেমো ডি’সুজা। ছবিতে সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। আরও আছেন নোরা ফতেহি, নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার প্রমুখ।

ডোপ থিভ

ধরন : সিরিজ

স্ট্রিমিং : অ্যাপল টিভি প্লাস

দিনক্ষণ : ১৪ মার্চ

দীর্ঘদিনের দুই বন্ধু ঠিক করে ডাকাতি করবে। ফিলাডেলফিয়ার প্রত্যন্ত অঞ্চলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়ে ডাকাতি করতে যায়; কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ক্রাইম ড্রামা ঘরানার মিনি সিরিজটি। পিটার ক্রেইগ পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন ব্রায়ান হেনরি ও ওয়াগনার মওরে।

আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন

ধরন : তথ্যচিত্র সিরিজ

স্ট্রিমিং : নেটফ্লিক্স

দিনক্ষণ : চলমান

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকেই ওসামা বিন লাদেনকে ধরতে মরিয়া ছিল সিআইএ। কিন্তু তাকে ধরার অভিযান সহজ ছিল না। সে অভিযানের সবিস্তার বর্ণনা নিয়ে তৈরি হয়েছে এ সিরিজ। মুর লুশে ও ড্যানিয়েল সিভা পরিচালিত এ সিরিজে লাদেনকে ধরার অনেক ফুটেজ প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্পর্শিয়া, আনন্দ খালেদ, সমু চৌধুরী প্রমুখ। বঙ্গতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘প্রিয় প্রাক্তন’। এটি পরিচালনা করেছেন ইফতেখার মাহমুদ ওশিন। অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, প্রার্থনা ফারদিন দীঘি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা