× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে জয়ার ‘জিম্মি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:০৬ পিএম

জয়া আহসান

জয়া আহসান

শোবিজ দুনিয়ায় দর্শকদের চমকে দিতে সব সময়ই চলে নিত্যনতুন এক্সপেরিমেন্ট। নতুন নতুন জুটি ও ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মাতারা হাজির হন ভক্তদের সামনে। এবার ঠিক তেমনই এক চমক নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি কাজ করেছেন ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণের নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’-তে, যা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।

জয়া আহসান

এটি জয়া আহসান ও আশফাক নিপুণের প্রথম যৌথ কাজ, যা ইতোমধ্যে দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। জয়া এ ওয়েব সিরিজ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নতুন কাজ হাতে নেওয়ার আগে আমি সব সময় তিনটি বিষয় দেখি- গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মিতে সবকিছুই একদম আমার মনের মতো ছিল। এর মাধ্যমে আমার ওয়েব সিরিজের যাত্রা হচ্ছে হইচইয়ের সঙ্গে, যা আমার জন্য দারুণ রোমাঞ্চকর!’

পরিচালক আশফাক নিপুণ

অন্যদিকে, পরিচালক আশফাক নিপুণ জানিয়েছেন, ‘জিম্মির গল্পে সামাজিক বাস্তবতা, মানবিক আবেগ ও বিনোদনের সমন্বয় রয়েছে। আমরা এমন একটি চরিত্রের জন্য জয়া আহসানের মতো শক্তিশালী অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি অভিনয়ের জাদুতে চরিত্র জীবন্ত করে তুলবেন; আর তিনি সেটা নিখুঁতভাবে করেছেনও।’

এ ওয়েব সিরিজে জয়া আহসানের পাশাপাশি আরও একঝাঁক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন, যা সিরিজটি আরও আকর্ষণীয় করে তুলবে। হইচই অরিজিনালে জিম্মি ২৮ মার্চ স্ট্রিমিং শুরু হবে।

জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ‘ব্যাচেলল’ দিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ‘আবর্ত’ দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমায়ও। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয়জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনও ১৫ আবার কখনও ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষ এ অঙ্ক কমবেশি হয়।

এদিকে, পঞ্চমবারের মতো ফিল্মফেয়ারের মঞ্চে সেরার স্বীকৃতি জেতার দারুণ সুযোগ রয়েছে জয়ার সামনে। বহু বছর ধরে টালিউডের নিয়মিত মুখ জয়া আহসান। এর আগেও ফিল্মফেয়ার পুরস্কার নিজের করে নিয়েছেন চারবার। এবার তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী হলেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা