× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম

বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা

বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ভারতীয় সিনেমা থেকে দূরে ছিলেন। তবে এবার ভক্তদের জন্য সুখবর! হলিউডে ব্যস্ত সময় কাটানোর পর তিনি আবারও ফিরছেন ভারতীয় চলচ্চিত্রে। তার নতুন সিনেমা ‘এসএসএমবি২৯’, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে।

ইতোমধ্যে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সিনেমাটির শুটিং শুরু করেছেন। ২০ মার্চের দিকে ওড়িশায় মূল দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, এ সিনেমার জন্য তিনি দীর্ঘ সময় ভারতে থাকবেন এবং শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

পরিচালনায় রয়েছেন ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত এস এস রাজামৌলি। সিনেমাটি নির্মিত হচ্ছে বিশাল বাজেটে, যেখানে থাকছেন আরও বড় তারকারা, যদিও তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা কয়েক মাসের মধ্যে আসবে বলে জানা গেছে।

এটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং চলবে এবং ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ভারত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিও এবং আফ্রিকার গভীর বনাঞ্চলে এর শুটিং হবে। জানা গেছে, এ সিনেমার জন্য প্রিয়াঙ্কা পারিশ্রমিক নিচ্ছেন ৩০ কোটি রুপি।

প্রিয়াঙ্কাকে সর্বশেষ বলিউডে দেখা গিয়েছিল ২০১৯ সালে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ। সেখানে তিনি ফারহান আখতার, জাইরা ওয়াসিম ও রোহিত সারাফের সঙ্গে অভিনয় করেছিলেন। এবার রাজামৌলির এ বিশাল প্রজেক্ট দিয়ে বহুদিন পর ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে, যা দর্শকের জন্য এক বড় চমক!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা