× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রেমে সামান্থা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১২:০৪ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি কোলাজ : প্রবা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি কোলাজ : প্রবা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে প্রেমের গুঞ্জনে আবারও সরগরম বিনোদন দুনিয়া। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তিনি ও পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এসব শুধুই গুঞ্জন ছিল, তবে সম্প্রতি এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনার আগুনে নতুন করে ঘি পড়েছে।

ভারতের প্রখ্যাত পাবলিক ফিগার দেবরাজ সান্যাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে সামান্থা ও রাজকে একসঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্কের জল্পনা আরও বেড়ে যায়। এর আগেও একটি পিকলবল টুর্নামেন্টে রাজকে সামান্থার দলকে উৎসাহিত করতে দেখা গিয়েছিল, যা এ গুঞ্জনের জোর আরও বাড়ায়।

তবে এখন পর্যন্ত সামান্থা বা রাজ, কেউই এ নিয়ে মুখ খোলেননি, ফলে সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

প্রসঙ্গত, রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল : হানি বানি’র অন্যতম পরিচালক, যেখানে সামান্থাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাদের কাজের ঘনিষ্ঠতা থেকেই এ সম্পর্কের গুঞ্জন শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, সামান্থাকে শিগগিরই নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’-এ আদিত্য রায় কাপুরের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করছেন রাজ, ডিকে ও রাহি অনিল বার্ভে, যা নিয়ে ইতোমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা