প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৪৫ এএম
মাকড়সা নাটকের দৃশ্যে শ্যামল মাওলা ও সাবিলা নূর
টিভিনাটক, সিনেমা, ওটিটিÑ তিন মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন শ্যামল মাওলা। একসময় ছোটপর্দায় ব্যস্ত থাকলেও এখন ওটিটিতে তার পদচারণ বেশি। অন্যদিকে, সাবিলা নূর নাটকের জনপ্রিয় মুখ হলেও ওটিটিতেও তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষ করে গত বছরের শেষ দিকে শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন তিনি।
এবার এ দুই তারকা প্রথমবারের মতো জুটি বাঁধছেন ‘মাকড়সা’ নামে একটি নাটকে, যা নির্মিত হয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে। রেবেকা সুলতানা কেয়ার লেখা এ নাটকের পরিচালনার দায়িত্বে আছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে, আর নির্মাতা পিয়াল দুই অভিনয়শিল্পীর পারফরম্যান্স নিয়ে বেশ উচ্ছ্বসিত।
নাটকটি সম্পর্কে সাবিলা নূর বলেন, ‘এটি একটি সাসপেন্স-থ্রিলার গল্প, যেখানে প্রতিটি মুহূর্ত দর্শককে কৌতূহলী করে রাখবে। বিশেষ করে শেষ দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, চেষ্টা করেছি সেরা পারফরম্যান্স দিতে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ অন্যদিকে, শ্যামল মাওলার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে মোস্তফা তারিক হাদীর পরিচালনায় তার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’, যা ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়েছে। পাশাপাশি সুমন ধর পরিচালিত সিনেমা ‘আগন্তুক’-এ অভিনয় করেছেন তিনি, যা এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এর বাইরে বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে তার নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম শহরের পাথর’, যা নির্মাণ করেছেন রুমান রুনি। শ্যামল ও সাবিলার প্রথম নাটকীয় জুটি দর্শককে কতটা মুগ্ধ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।