প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৪১ এএম
পারসা ইভানা
অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে যাত্রা করলেও পারসা ইভানা মূলত একজন অভিনেত্রী হিসেবেই নিজের অবস্থান পোক্ত করেছেন। এবার তিনি অভিনয়ের গভীরে যাওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক প্রশিক্ষণের পথে পা বাড়ালেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের খ্যাতনামা অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে সরাসরি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ের ওপর আট সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন পারসা। স্টুডিওর প্রতিষ্ঠাতা প্রশিক্ষক স্কট দীর্ঘদিন ধরে প্রতিভাবান অভিনয়শিল্পীদের দক্ষতা বাড়ানোর কাজ করে আসছেন। কিছুদিন আগে অনলাইনে পারসার অডিশন নেন তিনি, যেখানে পারসা অভিনয় দক্ষতা দিয়ে তাকে মুগ্ধ করেন।
এ নিয়ে পারসা ইভানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি অনলাইনে জুম অডিশন দিয়েছিলাম। আমাকে আটটি মনোলোগ পাঠানো হয়েছিল, যার মধ্য থেকে একটি নির্বাচন করে পারফর্ম করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে জনপ্রিয় একজন অভিনেত্রী, তাহলে কেন আরও প্রশিক্ষণ নিতে চাও? আমি বললাম, আমি কখনও প্রথাগতভাবে অভিনয় শেখার সুযোগ পাইনি, তাই অভিনয়ের গভীরতা বুঝতে চাই। এরপর আমি অভিনয় করলাম, আর স্কট আমার পারফরম্যান্স দেখে একদম সঙ্গে সঙ্গেই আমাকে নির্বাচিত করলেন!’
সব পরিকল্পনা ঠিক থাকলে আসছে এপ্রিলে পারসা নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন।