× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিল্মফেয়ারে মনোনীত জয়া চঞ্চল মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৩৫ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

বলিউডের গৌরবময় ফিল্মফেয়ার পুরস্কার সাত দশকের বেশি সময় ধরে ভারতের চলচ্চিত্রশিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে পরিচিত। মূল আয়োজনটি মুম্বাইয়ে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি বিস্তৃতি লাভ করেছে বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্রশিল্পেও। কলকাতায় অনুষ্ঠিত হয় এর বাংলা সংস্করণ ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’, যেখানে টালিউডের সেরা কাজগুলোর স্বীকৃতি দেওয়া হয়।

২০২৫ সালের আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ মার্চ, যেখানে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সেরা সিনেমাগুলোর মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের বেছে নেওয়া হবে। এবারের মনোনয়ন তালিকায় বাংলাদেশের তিন গুণী শিল্পীর নাম উঠে এসেছেÑ জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। টালিউডে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করা এ তিন তারকা আবারও প্রমাণ করেছেন, বাংলাদেশের সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের দাপট অব্যাহত রয়েছে।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন জয়া আহসান

বহু বছর ধরে টালিউডের নিয়মিত মুখ জয়া আহসান। এর আগেও ফিল্মফেয়ার পুরস্কার নিজের করে নিয়েছেন চারবার। এবার তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী হলেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)। পঞ্চমবারের মতো ফিল্মফেয়ারের মঞ্চে সেরার স্বীকৃতি জেতার দারুণ সুযোগ রয়েছে জয়ার সামনে।

সেরা অভিনেতার দৌড়ে চঞ্চল ও মোশাররফ

সৃজিত মুখার্জির পরিচালনায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনীচিত্র ‘পদাতিক’-এ অভিনয় করে চঞ্চল চৌধুরী সরাসরি জায়গা করে নিয়েছেন ফিল্মফেয়ারের সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে। এটি ছিল তার প্রথম টালিউড সিনেমা, তবে কাজ দিয়ে তিনি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন।

অন্যদিকে, শক্তিশালী অভিনয়ের জন্য খ্যাত মোশাররফ করিম ‘হুব্বা’ সিনেমার জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছেন। এ বিভাগের মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ), এবং পরান বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

এ মনোনয়ন তালিকা থেকে স্পষ্ট, বাংলাদেশের তারকারা শুধু টালিউডে অভিনয় করছেন না, বরং তারা সমানতালে প্রতিযোগিতাও করছেন। গেল কয়েক বছরে বাংলাদেশের আরও অনেক তারকা ভারতের বাংলা সিনেমায় কাজ শুরু করেছেন, যা দুই বাংলার সংস্কৃতি আরও কাছাকাছি এনে দিচ্ছে।

১৮ মার্চ কে হাসবেন শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা