প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:১৩ পিএম
হলিউডের দুনিয়ায় জেমস ক্যামেরন এক অনন্য নাম। ‘দ্য টার্মিনেটর’, ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দেওয়া এ নির্মাতা সম্প্রতি এক উত্তেজনাপূর্ণ খবর দিয়েছেন। তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটারের নতুন সিক্যুয়েল আসছে এবং এটি আগের সিনেমাগুলোর তুলনায় আরও বিস্তৃত সময় ঘিরে তৈরি করা হয়েছে।
দীর্ঘ সিনেমার ব্যাপারে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকে। অনেকে লম্বা সিনেমা দেখতে পছন্দ করেন না, যতই প্রিয় নির্মাতা বা অভিনেতা থাকুক না কেন। তবে ক্যামেরন আশ্বস্ত করেছেন, নতুন অ্যাভাটার কিস্তি দীর্ঘ হলেও প্রতিটি মুহূর্ত উপভোগ্য হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক মুগ্ধতার সাগরে ভাসবেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম অ্যাভাটার ছিল ১৬২ মিনিট দীর্ঘ। ২০২২ সালে আসা ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ ১৯২ মিনিট সময় নিয়ে দর্শকের সামনে এসেছিল। এবার ক্যামেরনের বক্তব্য অনুসারে, তৃতীয় সিনেমা ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ আগের মতোই দীর্ঘ হবে, তবে কিছুটা বাড়তে পারে। বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশনের চূড়ান্ত ধাপে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ১৯ ডিসেম্বর মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে।
এত দীর্ঘ সিনেমা দর্শকের জন্য কষ্টকর হবে নাকি অভূতপূর্ব এক অভিজ্ঞতা এনে দেবেÑ উত্তর মিলবে সিনেমা মুক্তির পর!