প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:০৯ পিএম
বাংলাদেশের রক মিউজিকের এক অবিসংবাদিত নাম নগরবাউল।
বাংলাদেশের রক মিউজিকের এক অবিসংবাদিত নাম নগরবাউল। আর এ ব্যান্ডের প্রাণপুরুষ কিংবদন্তি তারকা মাহফুজ আনাম জেমস, যিনি সময়ের গণ্ডি পেরিয়ে এখনও মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তার গানে।
বয়স যেন শুধুই একটা সংখ্যা, কারণ এখনও তার কনসার্ট মানেই উন্মাদনায় ভাসে হাজারো তরুণ-তরুণী। এবার জেমস তার জাদুকরী পারফরম্যান্স নিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে বসবে এক ঐতিহাসিক কনসার্ট, ‘চ্যাপ্টার টু : জেমস লাইভ ইন ডালাস’।
আয়োজকরা বলছেন, এ কনসার্ট হবে বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মিউজিক ইভেন্ট। অনলাইনে ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ভেন্যুটি আটটি সেগমেন্টে ভাগ করে রাখা হয়েছে বিভিন্ন মূল্যের টিকিট। ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত পাওয়া যাচ্ছে টিকিট, আর বর্তমানে চলছে আর্লি বার্ড ডিসকাউন্ট। আগ্রহীরা ticketfuse.com-এ গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল নগরবাউল, তবে এবারের আয়োজন আরও বিশাল ও ব্যতিক্রমী হতে যাচ্ছে। জেমসভক্তদের জন্য এটি হবে একটি স্মরণীয় রাত, যেখানে রক মিউজিকের শক্তি, নস্টালজিয়া আর আবেগ একসঙ্গে মিশে যাবে!